Saturday , 19 November 2022 | [bangla_date]

জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। যে কোন পরিস্থিতিতে তিনি ও তার দল সব ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে পিছপা হয় না। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, দুর্ঘটনা বলে আসেনা। তবে একটু সচেতনতায় অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আমি আপনাদের পাশে আছি। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। আপনাদের পুড়ে যাওয়া বাড়ীগুলো খুব শীঘ্রই নির্মানে যা প্রয়োজন তা খুব শীঘ্রই করা হবে।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট আদর্শগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় ক্ষতিগ্রস্থ প্রত্যেককে শাড়ী, লুঙ্গি, কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আদর্শগ্রামটি পরিদর্শন করেন এবং সেখানে খুব শিঘ্রই ঘর নির্মানের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মোহনপুর ইউপি মো. শাহিনুর রহমান শাহিন চৌধুরী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান সাজু প্রমূখ।
উল্লেখ্য,গত ১৮ নভেম্বর রাতে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাট আদর্শগ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মানুষের কোন ক্ষতি হয়নি তবে সেখানকার ১২টি বাড়ী পুড়ে ভষ্মিভুত হয় এবং প্রত্যেক বাড়ীর সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দেবেন সাধু জানান, রাতে হঠাৎ করেই দেখি আগুন জ্বলছে। তারাহুরো করে সবাই পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসে আগুন নিভায়। আমাদের সবার ঘরের সব জিনিষ পুড়ে নষ্ট হয়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ”ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনা নিরাপত্তা ও পানিতে ডুবা বিষয়ক কর্মশালা

বিরলে সামাজিক ব্যধিরোধে উঠান বৈঠক

বোদায় সাড়ে ৩ শত বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে

পীরগঞ্জে ঈদ উপহার পেল ৩’শ অসহায় মানুষ

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী লীগের নেতা শাকিল হত্যার ৪ আসামিকে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্বামী ও শ্বশুরবাড়ীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি চিকিৎসক গৃহবধুর

প্রধানমন্ত্রী দেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন-অর্থমন্ত্রী

পলাশবাড়ী ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে ইউপি সদস্য প্রার্থীরা

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম