Thursday , 10 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সপ্তাহ ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১২ শুরু হয়েছে। গত ৯ নভেম্বর বুধবার বেলা তিন টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করা এবং রূপকল্প ২০২২ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে এর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন – পার্বত্য চট্রোগ্রাম বিষয়ক মন্ত্রানালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি । প্রধান অতিথি বক্তব্য বলেন, বর্তমান সরকার ক্ষমতার আসার পর বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে রুপান্তিত করছেন। এছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা আগামী দিনের দেশ নায়ক সজিব ওয়াজেদ জয় এর প্রচেষ্টায় দেশার মানুষ আজ ডিজিটাল সেবা উপভোগ করছে। এখন থেকে মানুষ ঘরে বসেই ডিজিটাল সুবিধা পাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সমির উদ্দীন স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জুলফিকার আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী। এ সময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শামীম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আলমাস, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল উদ্দীন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজমল আজাদ রয়েল প্রমুখ।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে শতাধিক স্টল স্থাপন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ঠাকুরগাঁও

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বিরলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বিরামপুরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী

দিনাজপুরে ৯ম ক্লেমন মুক্তা স্মৃতি অনুর্ধ-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

হরিপুরে আগুনে পুড়ল ৫ দোকান

বীরগঞ্জে মাদকসহ আটক -৩