Saturday , 12 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সারের জন্য হাহাকার, লাভের ‘মধু’ খাচ্ছেন ডিলার

মোঃ মজিবর রহমান শেখ,,
ভোর থেকে কৃষক যখন সারের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, অপরদিকে রাতের আঁধারে ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করতে ব্যস্ত ডিলার এমনটাই অভিযোগ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লীর কৃষকদের। শনিবার (১২ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী বালিয়া ইউনিয়ন পরিষদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে মের্সাস এম এল ট্রেডার্স (ডিলার) এর মাধ্যমে তালিকাভুক্ত কৃষকদের সব ধরনের রাসায়নিক সার দেয়ার কথা ছিল। তবে সার নিতে এসে হয়রানির ‍শিকার হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কাছে সার বিক্রির অভিযোগ তোলেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। তবে সার সংকটের অভিযোগের বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়কে জানানো হলে তিনি জানান, ঐ ডিলারকে চলতি মাসে ৭ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে আর কিছু দিনের মধ্যে আরও প্রায় ১৪ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হবে। আশা করি সারের কোন প্রকার সংকট হবে না। সবাই পর্যায়ক্রমে সার পাবেন।
অন্যদিকে সার সংকটে কৃষকরা হাহাকার করছে। অনেকই সার না পেয়ে খালি হাতেই ফিরে যাচ্ছেন। ইউনিয়নের তত্ত্বাবধানে ডিলার পয়েন্টে প্রায় সময় সারের জন্য দীর্ঘ লাইনে কৃষকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চলতি আলুর মৌসুমে সময়মতো সার না পাওয়ায় ফসল উৎপাদন নিয়ে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা। ভূল্লীর বালিয়া ইউনিয়নের কয়েকজন চাষি জানান, সারের অভাবে আমনের আবাদ তেমন ভালো হয়নি। এখন আলুর সময়। ধানের চেয়ে আলুতে বেশি সার লাগে। বিশেষ করে পটাশ, ইউরিয়া ও টিএসপি। কিন্তু পটাশ ও টিএসপি সার তো দূরের কথা বাজারে পটাশ সার বর্তমানে পাওয়া যায় না। এভাবে সার না পেলে চাষাবাদ বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান কৃষকরা।
এক কৃষক অভিযোগ করেন, কৃষি কর্মকর্তারা ও ডিলাররা কৃষককে সার না দিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আর খুচরা ব্যবসায়ীদের কাছে সার কিনতে গেলে চড়া দামে কিনতে হচ্ছে। কৃষিবিভাগ তো আমাদের কথা কানেই নেয় না। তারা শুধু বলেন সার আছে, সার আছে। বাস্তবে আমরা কোনো সার পাচ্ছি না। তাহলে সার যাচ্ছে কোথায়, কে খাচ্ছে?
কৃষকের এ অভিযোগের বিষয়ে ৫ নং – বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টোু চৌধুরী যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ইউনিয়নে সারের চাহিদা মেটানোর জন্য কাজ করতেছি। আমার জানা মতে যে পরিমাণে সার বরাদ্দ আছে সে ভাবেই ডিলার বিতরণ করতেছেন। ডিলার যদি বেআইনিভাবে সার বিক্রি করেন সেটার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে মেসার্স এম এল ট্রেডার্স এর দায়িত্বরত ম্যানেজার আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা হলে, তিনি বলেন বিএস এর মাধ্যমে সার বিতরন করা হয়েছে বলে এড়িয়ে যান। এ সময় তিনি পরবর্তীতে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ড. আব্দুল আজিজ জানান, সবজি ও আলু চাষের জন্যে পর্যাপ্ত পরিমাণে সার মজুত আছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন সহ কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক সারের বাজার মনিটরিং করছেন। আর সার বিতরণের সময় প্রশাসনের লোকজন থাকেন। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, প্রতিনিয়ত ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারের বাজার মনিটরিং করা হচ্ছে। আর সার বিতরণের সময় প্রশাসনের লোকজন থাকেন। কোনো ডিলারের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

করোনায় একদিনে আরও ১২০ জনের মৃত্যু

কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে ৮৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আটোয়ারীতে পুলিশ কর্তৃক ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী আটক

অল্প বৃষ্টিতেই জনগণের চরম দুর্ভোগের শিকার\ কাহারোলে পাকা সড়কের উপর হাটু পানি।

দিনাজপুরের আনন্দ সাগরে সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল

পঞ্চগড় সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু

জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসোসিয়েশন কর্তৃক বৃত্তি ও সনদপত্র প্রদান