Thursday , 10 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। বুধবার (৯ নভেম্বর) দুপুরে হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা অভিযোগ করেন, ৩ অক্টোবর ঘোষিত হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদ পেয়েছেন জামায়াত-বিএনপি পরিবারের সন্তান সাদেকুল ইসলাম। এছাড়াও রাষ্ট্রদ্রোহী মামলার আসামি শামীম রেজাকে সাধারণ সম্পাদক করা হয়। আমরা তাদের নেতৃত্বে ছাত্রলীগের রাজনীতি করতে রাজি নই। হরিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হাসান রাজবীর বলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি দিয়েছেন। কমিটি ঘোষণার পর থেকে ছাত্রলীগ নেতারা ফুঁসে উঠেছেন। কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি ঘোষণা না করলে আরও কঠিন কর্মসূচি পালন করবেন তারা। হরিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মাঠে কাজ করা ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি-জামায়াত ও রাষ্ট্রোদ্রোহের মামলার আসামিদের আনা হয়েছে।
হরিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হাসান রাজবীরের সঞ্চালনায় এতে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম, সহ-সভাপতি মহিদুর সরকার বাপ্পি, আরিফুর রহমান প্রধান, মো. ওমর, ওমর ফারুক লিটন, সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, রাশেদুজ্জামান রনি ও হরিপুর সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, নিয়ম মেনেই তাদের কমিটির সভাপতি-সম্পাদক করা হয়েছে। এ কমিটি বাতিলের সুযোগ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তহিদুল সভাপতি ও হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও বিজিবি’র রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

বীরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

বালিয়াডাঙ্গীতে স্কাউটস’র ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাহী অফিসার যোবায়ের হোসেন সভাপতি

দিনাজপুরে জাগপার উদ্যোগে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত