Monday , 14 November 2022 | [bangla_date]

দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের বুথ থেকে সিডিএমসহ চুরি হওয়া টাকা উদ্ধার

দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সিডিএম (টাকা জমা মেশিন)সহ ১৫ লাখ ৯১হাজার ৫০০টাকা উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সন্ধা থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া টাকাসহ সিডিএম এর ভাঙ্গা মেশিন উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের সিডিএমসহ চুরির ঘটনা ঘটে।
গতকাল সোমবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করে এর বিভিন্ন বিষয়ে প্রেস ব্রিফ করেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আসলাম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত রবিবার ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার অপূর্ব রায় মামলা দায়েরের পর এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, বরকত জামান(৩৫) পঞ্চগড়ের বোদা উপজেলার বাগপুর গ্রামের মৃত তবিজুল ইসলামের ছেলে এবং আরেকজন রেজাউল ইসলাম(৩৮) দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
প্রেস ব্রিফকালে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিডিএম মেশিন চুরি হয়। মেশিনের ভেতরে ১১লাখ ৯১হাজার ৫০০টাকা ছিল। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বুথের গার্ডকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয় এবং মেশিনের তালা খুলে রাখা হয়। চুরির ঘটনার পরদিন গত শনিবার ওই ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিনের নেতৃত্বে কোতয়ালি থানার একটি দল তদন্ত শুরু করে। রবিবার দুপুরে সন্দেহভাজন হিসেবে ওই ফাস্ট ট্র্যাক বুথের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান ও বিকাশের স্থানীয় এজেন্ট রেজাউল ইসলামকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে দুইব্যক্তি পুলিশের কাছে টাকা চুরির বিষয় স্বীকার করেন।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ১১লাখ ৯১ হাজার ৫০০ টাকা ও চার লাখ টাকার ফলস (ভুয়া) ডিপোজিট ¯িøপ এবং আটটি এটিএম কার্ড, তিনটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের আদালেত সোপর্দ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

দিনাজপুরে জাল টাকাসহ দুজনকে পুলিশে দিলো এলাকাবাসী

রাণীশংকৈলে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের দুর্গন্ধময় মরদেহ

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত সাবেক মন্ত্রী, ৮বারের সাবেক এমপি এড. মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

পল্লীশ্রী’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

গোবিন্দগঞ্জে কবর থেকে ৭ কঙ্কাল চুরির অভিযোগ

অসহায় আ: খালেক সম্পত্তি উদ্ধার ও জানমালের নিরাপত্তার দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে গত ১৫দিনে করোনায় ৬ জন আক্রান্ত

পাখিদের অভয়ারন্য দিনাজপুরের খানসামা উপজেলার চেয়ারম্যানবাড়ি এলাকা