Tuesday , 15 November 2022 | [bangla_date]

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন সমাবেশের প্রধান অতিথি এবং আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ।
পরে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের আয়োজনে জেলা কার্যালয়ের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান, সদর উপজেলা কমান্ড্যান্ট হাসানুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন করেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া। সমাবেশ শেষে সদর উপজেলার ১০ ইউনিয়ন এবং একটি পৌরসভার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ আনসার সদস্যদের মাঝে উপহার সামগ্রী, ছাতা, বাইসাইকেল ও মগ তুলেন দেন।
এসময় প্রধান অতিথি ও আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বলেন, দেশ ও জনগণের সেবায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা সচেষ্ট আছে। দেশের প্রতিটি উন্নয়নমুলক কাজ ও দূর্যোগ, নানা সমস্যা মোকাবেলায় এমনকি সন্ত্রাস ও সামাজিক নানা সমস্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রামে আনসার বাহিনীর সদস্যরা সদা তৎপর হয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এসময় তিনি আনসার সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধিকরণসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির আশ^াস দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কথা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও প্রসপারিটি (ক্ষুদ্র -নৃগোষ্ঠি) প্রকল্পের ভ্যান বিতরন

উদীয়মান শিল্পী ও দিনাজপুরের অতিথি শিল্পীদের নিয়ে মাসিক শ্রোতার আসর

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র উদ্ধোধন

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র

তেঁতুলিয়ায় মর্গেন চা কারখানা কর্তৃক চা চাষিকে নির্যাতন করায় প্রতিবাদ সভা ক্ষুদ্র চা চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির

দিনাজপর-১ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা

আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !