Tuesday , 15 November 2022 | [bangla_date]

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন সমাবেশের প্রধান অতিথি এবং আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ।
পরে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের আয়োজনে জেলা কার্যালয়ের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান, সদর উপজেলা কমান্ড্যান্ট হাসানুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন করেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া। সমাবেশ শেষে সদর উপজেলার ১০ ইউনিয়ন এবং একটি পৌরসভার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ আনসার সদস্যদের মাঝে উপহার সামগ্রী, ছাতা, বাইসাইকেল ও মগ তুলেন দেন।
এসময় প্রধান অতিথি ও আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বলেন, দেশ ও জনগণের সেবায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা সচেষ্ট আছে। দেশের প্রতিটি উন্নয়নমুলক কাজ ও দূর্যোগ, নানা সমস্যা মোকাবেলায় এমনকি সন্ত্রাস ও সামাজিক নানা সমস্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রামে আনসার বাহিনীর সদস্যরা সদা তৎপর হয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এসময় তিনি আনসার সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধিকরণসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির আশ^াস দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কথা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন

বিয়ের প্রলোভন দিখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ ! থানায় মামলা

দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডারের প্রতারণায় আলু চাষে কোটি টাকা লোকশান করে পথে বসেছে বোচাগঞ্জের ২০জন শিক্ষিত যুবক

বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

রাস্তার পাশে বাটিতে লিচুর পসরা, বিক্রেতা শিশুরা

রাণীশংকৈলে সাংবাদিকদের প্রতিবাদ- সমাবেশ

পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মান’বব’ন্ধন

সন্ধার পর বিদ্যুতের লোডশেডিং মানতে চায় না গ্রাহকরা

পূনরুদ্ধারকৃত বিরলের ধর্মপুর ফরেস্ট বীটের ৩০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে সামাজিক বনায়ন

সীমান্তের কবুতর ঘিরে রহস্য, মামলা দিয়ে জেলে পাঠাল ভারত