Wednesday , 9 November 2022 | [bangla_date]

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ৪৫ দিন পর নিখোঁজ একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবির ৪৫ দিন পর বুধবার বিকালে নৌকা ডুবিরস্থানে নদীর তলদেশের বালুর নিচে চাপা পড়া থাকা অবস্থায় নিখোঁজ ভুপেন্দ্রনার্থ রায় ওরফে পানিয়ার (৪২) মরদেহ উদ্ধার করেছে স্থানিয় জনতা। তার বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামে। গত ২৫ সেপ্টেম্বর বদেশ^রী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে অংশ নিতে আউলিয়ার ঘাটে নৌকায় চড়ে নদী পাড় হওয়ার সময় নৌকা ডুবিতে ৬৯ জনের মৃত দেহ উদ্ধার করা হয় এবং ভুপেন্দ্রনার্থ রায় ওরফে পানিয়াসহ তিন জন ব্যক্তি নিখোঁজ হন। নিখোঁজের ৪৫ দিন পর নদীর তলদেশ থেকে বালুতে চাপা পড়া অবস্থায় নদী থেকে পাথর উঠার সময় পাথর শ্রমিকরা ভুপেন্দ্রনার্থ রায় ওরফে পানিয়ার মরহেদ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেন। নৌকা ডুবির ঘটনায় আরো দুই জন নিখোঁজ রয়েছে। মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো,রেজাউল করিম শামিম জানান,করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকার নৌকা ডুবিস্থানের নদীর তলদেশ থেকে নুড়ি পাথর উঠার সময় মঙ্গলবার পাথর শ্রমিককেরা পঁচা গন্ধ অনুভব করে। দুর্গন্ধ পেয়ে তার পাথর উত্তালন থেকে বিরত থাকে। বিষয়টি সবার মাঝে জানাজানি হলে বুধবার দুপুরের পর পাথর শ্রমিকরা ওই স্থানে আবারো পাথর তুলতে যায় এসময় নদীর তলদেশে বালূর নিচ থেকে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে। পরে নিখোঁজদের পরিবারদের খবর দেওয়া হলে তারা এসে চিহিৃত করেন উদ্ধার হওয়া মৃত দেহ ভুপেন্দ্রনার্থ রায় ওরফে পানিয়ার বলে চিহিৃত করেন। পরে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নৌকা ডুবিতে পানিয়ার স্ত্রী রুপালী রাণীরও মৃত হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ,উদ্ধার হওয়া লাশটি নৌকা ডুবিতে নিখোঁজ তিন জনের মধ্যে এক ব্যক্তির মরদেহ নিশ্চিত করে জানান,উদ্ধার হওয়া মরদেহটি চিহিৃত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ায় বালু-মাটি পরিবহনে সড়কের সর্বনাশ, বিপন্ন জনজীবন

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে  নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

টিফিনের টাকা বাঁচিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মুশতাকের মৃত্যু: যুক্তরাষ্ট্র, বৃটেন ইইউসহ ১৩ দূতের উদ্বেগ, তদন্তের আহ্বান

বিশিষ্ট সংগীত শিল্পী ও নবরূপীর সাবেক সংগীত সম্পাদক আবু সাঈদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

চেরাডাঙ্গী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বাইসাইকেল ও আর্থিক অনুদান বিতরণ