ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের শরীরচর্চা শিক্ষক পরীক্ষিত চন্দ্র রায় ও প্রধান সহকারী নূর মোহাম্মদের অবসর গ্রহণ উপলক্ষে গতকাল বুধবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় কলেজ হল রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। এতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক ফিরোজ সুলতান আলম, সহকারী অধ্যাপক চন্দনা মÐল, সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদুৎ, সংবর্ধিত শরীর চর্চা শিক্ষক পরীক্ষিত চন্দ্র রায় ও প্রধান সহকারী নূর মোহাম্মদ।
শেষে বিদায়ীদেরকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
















