Sunday , 20 November 2022 | [bangla_date]

বাজারে কয়েক দিনের ব্যবধানে নতুন আলুর দাম কমেছে ৬০টাকা

দিনাজপুরের বীরগঞ্জ, হাকিমপুরসহ বিভিন্ন বাজারে মৌসুমের শুরুতে নতুন আলুর দেখা মিললেও বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে সরবরাহ তুলনায় নতুন আলুর চাহিদা অনেক বেশী তাই দামও বেশী। তবে বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
হাকিমপুরে দুদিন আগেও প্রতি কেজি আলুর দাম ৮০টাকা ছিল কিন্তু রবিবার তা ৬০টাকায় নেমে আসে। আবার দিনাজপুর শহরের বাজারে প্রতি কেজি ১২০টাকা বিক্রি হলেও তা নেমে এসেছে প্রতি কেজী ৬০-৭০টাকায়। দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষ কিনতে না পারলেও ব্যবসায়ীদের দাবি ২/১ সপ্তাহের মধ্যেই মাঠ থেকে আগাম জাতের নতুন আলু বাজারে সরবরাহ বাড়লেই দাম কমে যাবে।
অবশ্য দাম ভাল পাওয়ার আশায় বাজারে আগাম এসেছে অপরিপক্ক নতুন আলু। তবে এ মাসের শেষের দিকে বাজারে আগাম জাতের আলুর সরবরাহ বাড়বে এবং দামও ক্রেতার সাধ্যের মধ্যে আসবে বলে ব্যবসায়ীরা জানায়।
কৃষকরা বলছেন, এটি আগাম জাতের আলু উঠতে শুরু করলেও এখনও অনেকে আলু রোপন করছেন কিংবা মাঠে রয়েছে।
আরমানসহ কয়েকজন ক্রেতা বলছেন, শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে আসা নতুন আলু বাজারের প্রতিটি সবজির দোকানে অন্যান্য সবজির সঙ্গে দেখা যায়। আলুর দাম বেশি হলেও ক্রেতারা নতুন আলুর স্বাদ নিতে কমবেশি কিনছেন। পুরাতন আলুর স্বাদের তুলনায় স্বাদ অনেক বেশি নতুন আলুতে, সবজি, মাছ দিয়ে রান্নায় অনেক মজা তাই দাম বেশী দিয়েই এই আলু কিনছেন অনেকে।
বাজার করতে আসা মোসলেমা বেগম জানান, দুই দিন আগেও তিনি বাজারে এসে নতুন আলু ১২০ টাকা কেজি দরে কিনেছিলেন। এখন সেই আলু ৬০ টাকা কেজি। আশা করছি, বাজার সুষ্ঠুভাবে তদারক করলে প্রতিটি পণ্যই কম দামে কিনতে পারব্।ে
বিক্রেতা সাঈদ জানায়, বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি সরবরাহ রয়েছে। দাম রয়েছে নাগালের মধ্যে। তবে অন্যান্য সবজির চেয়ে নতুন আলুর দাম কিছুটা বেশি। প্রথমদিকে অন্য জেলা থেকে নতুন আলু আশায় দাম বেশী থাকে। তবে এখানকার আলু উঠা শুরু হলে দাম কমে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সদর থানায় ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের ওরিয়েন্টেশন সভা

হাকিমপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত-২৫

বীরগঞ্জে ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন

পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্য তুলে নিলো ভারত

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে দু’জনকে ধরলো পুলিশ

ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু শহীদ ও সাঃ সম্পাদক ডিফেন্স

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানীর পাশাপাশি একদিনে নেপালে রপ্তানি করা হল ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু

পীরগঞ্জে ১২ জন জুয়ারি আটক