Thursday , 17 November 2022 | [bangla_date]

বিশ্বকাপকে সামনে রেখে দিনাজপুরে বেড়েছে পতাকার কদর ও বিক্রি

বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে ঘিরে মেতে উঠেছে বিভিন্ন দলের সমর্থকরা। বাড়ছে বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের উন্মাদনা। আর এতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও।
এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকাতে শুরু হয়েছে পছন্দের দলের পতাকা টাঙানোর প্রতিযোগিতা। ফলে বেড়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রি। সমর্থকদের উচ্ছাস ও উন্মাদনাকে বাড়িয়ে দিতে নানান দলের পতাকা বিক্রি করতে মাঠে নেমেছে পতাকা বিক্রেতারা।
বিক্রেতারা বলছে এই বিশ্বকাপকে ঘিরে ভালই হচ্ছে তাদের পতাকা বিক্রি। বিক্রেতারা লাঠিতে সারিসারি করে বেধে ঝুলিয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের পতাকা বিক্রি করছে। এসব বিক্রেতাদের কয়েকজন হবিগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থান ঘুরে বিক্রি করতে এসেছেন দিনাজপুরে। তারে থাকছে আবাসিক হোটেলে। আবার এখানে কয়েকদিন এখানে থাকার পর শুক্রবার পতাকার বিক্রির জন্য যাবে বগুড়ায়।
এদিকে দিনাজপুরের বিভিন্ন এলাকার দোকান এবং বাড়ীর ছাদে শোভা পাচ্ছে বিভিন্ন দলের পতাকা। খেলাঘরের দোকানগুলোও আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে ভরে উঠেছে। ফুটবল প্রেমীরা এসব দোকানে আসছেন এবং জার্সি ও পতাকা কিনছেন।
আর্জেন্টিনার সমর্থক ফারুক হোসেন বলেন, আমি সব সময় আর্জেন্টিনার সমর্থক। এই দল আমার প্রিয়। যেদিন আর্জেন্টিনার খেলা হয় সেদিন কাজ বাদ দিয়ে প্রিয়দলের খেলা দেখি। আর কয়দিন পর বিশ্বকাপ ফুটবল শুরু। তাই আমার পছন্দের আর্জেন্টিনার বড় একটা পতাকা কিনেছি।
ব্রাজিলের সমর্থক আব্বাস আলী বলেন, ব্রাজিলের চরম ভক্ত আমি। আশা করছি এবার বিশ্বকাপ ব্রাজিল জিতবে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় হবিগঞ্জ জেলার আজমিরাগঞ্জের কামালপুরের ময়নুল মিয়ার(১৭)সাথে। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করে। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশের পতাকা বিক্রি করছে। আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও বিক্রির তালিকায় রয়েছে স্পেন, জার্মানি ও ইতালীর পতাকা। ক্রেতারা এসব পতাকা নিজেদের বাড়ি ও দোকানে টাঙিয়ে প্রিয় দলটির প্রতি নিজেদের সমর্থন জানান দিচ্ছেন।
এসময় পতাকা ব্যবসায়ী ময়নুল মিয়া জানায়, সারাদিন লাঠিতে পতাকা ঝুলিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে বেড়াচ্ছেন। অন্যান্য পতাকার চেয়ে এ শহরে আর্জেন্টিনার পতাকা বেশি কিনছেন। প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করেছি। প্রতিদিন ৫শ টাকা লাভ হয়। আমি ছাড়াও হারিকুল,মানিক একসাথে পতাকা বিক্রি করতে বেড়িয়েছি। শুক্রবার বগুড়ায় বিক্রির জন্য যাব।
তিনি আরও বলেন, বড় আকারের পতাকা বিক্রি হচ্ছে ৮০-২০০টাকা দরে। মাঝারি সাইজের পতাকা ৭০ টাকা এবং ছোট আকারের পতাকা ১০ টাকায় বিক্রি হচ্ছে। গতবারের তুলনায় এবার দাম বেশি হলেও পতাকা বিক্রিতে কোনো কমতি নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আদালতের নির্দেশে ১ একর জমি উদ্ধার করে দখলী পরওয়ানা জারী

কাহারোলে ভূমি সেবা সপ্তাহ’র র‌্যালী ও আলোচনা সভা

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক, দিনভর বীরগঞ্জ হাসপাতালে অভিযান

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হরিপুরে আলোচনা সভা

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

তেঁতুলিয়ায় প্রথম ভিনদেশী টিউলিপ ফুল চাষ, পর্যটকদের ভীড়

পীরগঞ্জে সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত

ভালো চাহিদা ও লাভের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

সকল ধর্মের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ-এমপি গোপাল