Saturday , 19 November 2022 | [bangla_date]

ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ আমাদের ঐহিত্য, এগুলোকে বিকশিত করতে হবে…রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ আমাদের ঐহিত্য, এগুলোকে বিকশিত করতে হবে। শহীদ মিনার হচ্ছে আমাদের সেই চেতনার জায়গা, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, বঙ্গবন্ধু অসম্প্রদায়ীক, গনতান্ত্রিক, সমাজতান্ত্রিক চিন্তা চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা এখন বাংলাদেশে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলাদেশ গড়ার সরকার গঠনে সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল শনিবার দুপুরে নব নির্মিত বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা এর সভাপতিত্বে নব নির্মিত বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক প্রমুখ। এর আগে রেলপথমন্ত্রী শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে, নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন ফলক উম্মোচন করে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বোদা পৌরসভার অর্থায়নের ৫৬ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনারটির কাজ শেষ করা হয়েছে বলে পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও