Saturday , 26 November 2022 | [bangla_date]

শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিয় সভা

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় জেলা প্রশাসক, দিনাজপুর-এর সম্মেলন কেন্দ্রে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খালেদ মোহাম্মদ জাকী, জেলা প্রশাসক, দিনাজপুর এবং বিশেষ অতিথি ছিলেন শাহ ইফতেখার আহমেদ, পুলিশ সুপার, দিনাজপুর ও সৈয়দ ফরহাদ হোসেন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর। সভায় সভাপতিত্ব করেন মো: আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও মতবিনিময় সভার সার্বিক বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,কে,এম, ছামিউল আলম কুরসি।
এরপর উন্মুক্ত আলোচনার অংশ হিসেবে ইটভাটা মালিক সমিতি, চাউল কল মালিক গ্রুপ, দিনাজপুর চেম্বার, ক্লিনিক ডায়াগনস্টিক সমিতি, হাসপাতাল, ইটিপি রয়েছে এমন প্রতিষ্ঠান, বেকারী, ডেইরী ফাম, জুটমিল, ফিডমিল, ফিলিং স্টেশন, পোল্ট্রি ফার্ম, জৈব সার, হোটেল/রেস্টুরেন্ট, বহুতল ভবন ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা করেন।
আলোচনায় চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, আমরা আইন মেনেই চাউল কল পরিচালনা করতে চাই। তবে তিনি নবায়ন গ্রহণ সহজীকরণ ও ইটিপি স্থাপনে সরকারের প্রনোদনার আশা ব্যাক্ত করেন।
ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: রেজাউল করিম বলেন, আমরা আমরা আইন মেনেই ইটভাটা পরিচালনা করতে চাই। তিনি প্রচলিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধনের উপর গুরুত্বারোপ করেন।
দিনাজপুর চেম্বারের প্রতিনিধি শামীম রেজা চৌধুরী বলেন, রাইস মিলের ইটিপি স্থাপন অনেক ব্যয়বহুল ও আমাদের রাইস মিলের শতকরা ৫ ভাগ মালিকের ইটিপি স্থাপনের সক্ষমতা রয়েছে। তিনি বলেন, সরকার সহায়তা করলে আমরা ইটিপি স্থাপন করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক, ড.শোয়াইবুর রহমান, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর পরিচালক, সৈয়দ ফরহাদ হোসেন, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির খালেদ মোহাম্মদ জাকী, জেলা প্রশাসক, বলেন, ২০৪১ সালের যে ভিশন রয়েছে তা বাস্তবায়নে পরিবেশ সম্মতভাবে শিল্প কারখানা স্থাপন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি ইটের বিকল্প বøক ব্যবহারে সবাইকে উদাত্ত্ব আহবান জানান এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার বিষয়ে অতি শীঘ্রই সমাধানের আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএসএফ মহাপরিচালকের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল ও দোকান বিতরণ

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

কাহারোল মাঠ জুড়ে পেঁয়াজের চারা রোপন ও পরিচ্ছায় ব্যস্ত চাষিরা

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে মিশ্র ফলের বাগানের থোকায় থোকায় স্বপ্ন বুনছেন দুইবন্ধু

শ্রমজীবী ও পথচারী মানুষেদের শরবত খাওয়ানোর পাশাপাশি বিশুদ্ধ পানি বিতরণ

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার  এক শিক্ষার্থী বহিষ্কার

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর শহর কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা