হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবানী মেলার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮নভেম্বর) বেলা ১২টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলা সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন উপজেলা প্রশাসনের প্রোগ্রামার ধনেশ্বর চন্দ রায় ।
সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী ১০ নভেম্বর দিনব্যাপী এ মেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে।