Wednesday , 30 November 2022 | [bangla_date]

হরিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

হরিপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্টেডিয়াম মাঠের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। এথেকে পিছিয়ে নেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার নির্দেশনায় দেশব্যাপী ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করা হচ্ছে। প্রথম পর্বে ২৩১টি উপজেলায় করা হয়েছে।

এবার দ্বিতীয় পর্বে ২১০টি উপজেলায় করা হবে। আজ হরিপুর থেকে এই পর্বের কাজ শুরু করা হলো। এর মাধ্যমে যুবক কিশোরদের ক্রীড়ামুখী করে নেশাসহ সকল অপরাধকর্ম থেকে বিরত রেখে দেশের ভবিষ্যৎ কর্ণধার তথা প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে। সেইসাথে প্রতিভা বিকাশের পথ ধরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হলে দেশকে বিশ্ব দরবারে খেলার মাধ্যমে তুলে ধরতে পারবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত