Sunday , 13 November 2022 | [bangla_date]

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানে তোলপার

হাবিপ্রবি সংবাদদাতা \ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানের ঘটনায় তোলপারের সৃষ্টি করেছে।
সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও আবাসিক হলে থাকতেন। বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশে, মিছিল-মিটিং এ থাকতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শিক্ষকের সঙ্গে তাঁর ছবি দেখা গেছে। বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পরে জানা গেল, অন্যের পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থী সেজে তিনি এসব করে বেড়াতেন। অন্যের আইডি ব্যবহার করায় অভিযুক্ত শিক্ষার্থী মফিজুর রহমান ওরফে রাফি। তবে এঘটনা তোলপারের পর তার আত্মগোপনে রয়েছেন এবং মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে শিক্ষার্থীসহ প্রক্টর জানান। তবে এ ঘটনা যাচাই-বাছাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ জানান।
শিক্ষার্থীরাসহ কয়েকজন জানায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওই ভুয়া শিক্ষার্থীর নাম মফিজুর রহমান ওরফে রাফি। মফিজুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাফিজুর রহমানের পরিচয়পত্র ব্যবহার করতেন। মাফিজুর রহমান ১৯তম ব্যাচের কৃষি অনুষদের সি গ্রæপের শিক্ষার্থী। তাঁদের দু’জনের নাম প্রায় একই হওয়ায় প্রায় চার বছর ধরে কেউ জানতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। মাফিজুর রহমান ডরমিটরি-২ আবাসিক হলের শিক্ষার্থী। তবে তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশে হওয়ায় তিনি হলে থাকতেন না। বাড়ি থেকেই ক্যাম্পাসে যাতায়াত করেন। এ সুযোগে তাঁর পরিচয়পত্র দেখিয়ে মফিজুর সেখানে থাকতেন। কৃষি অনুষদে এ,বি,সি তিনটি গ্রæপ আছে। এ গ্রæপের শিক্ষার্থীরা জানতেন, মফিজুর বি গ্রæপের ছাত্র আবার বি গ্রæপের শিক্ষার্থীরা জানতেন মফিজুর সি গ্রæপের ছাত্র। তবে কেউই তাঁকে ক্লাস করতে দেখেনি। ক্লাস করার কথা বললে মফিজুর বলতেন, ক্লাস করতে তাঁর ভালো লাগে না। তাই ক্লাসে যান না। শুধু পরীক্ষায় অংশ নেন।
কৃষি অনুষদের কয়েক শিক্ষার্থী জানান,সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। ১৯তম ব্যাচের এক শিক্ষার্থী সে খেলায় নিবন্ধন করতে গিয়ে দেখেন মফিজুরও নিবন্ধন করেছেন। কিন্তু তাঁর আইডি নম্বর তাঁর পরিচিত মাফিজুর রহমান এর সঙ্গে মিলে গেছে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই ছাত্র প্রকৃত শিক্ষার্থী মাফিজুর রহমানকে বিষয়টি জানান। পরে মাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে গত ১০নভেম্বর লিখিত অভিযোগ করেন।
প্রকৃত শিক্ষার্থী মাফিজুর রহমান জানান, বন্ধুর কাছে জানতে পেরে খোঁজ নিয়ে দেখি মফিজুর রহমান রাফি নামের কোনো শিক্ষার্থী নেই। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মোঃ মামুনুর রশিদ জানান, প্রকৃত ঘটনা জানতে তাঁরা কাজ করছেন। তাঁরা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাননি। বিষয়টি যাচাই-বাছাই করতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযুক্ত যদি বহিরাগত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র দিল এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি-সম্পাদক সহ ৯জন,আ’লীগ-৩জন নির্বাচিত

এইচএসসির ফলাফল বীরগঞ্জ সরকারি কলেজে জিপি এ- ৫ পেয়েছে ১৪০ জন

বীরগঞ্জে খাঁচায় বন্দি ২০টি পাখি অবমুক্ত, জরিমানা আদায়

ভুট্টা খেতে পরে ছিল নিখোঁজ কিশোর সাইফুলের মরদেহ

চড়ুই পাখির কলরবে থমকে যান পথচারীরা

ঘোষিত তফশিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন

পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ সম্মেলন ও তালিমি জলসা অনুষ্ঠিত

দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আটোয়ারী আওয়ামীলীগের র্্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ীতে জেলার সর্বোচ্চ ভ্যাট ও আয়করদাতা দুই সহোদরকে সংবর্ধনা