Thursday , 24 November 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ডীন, রেজিস্ট্রার, পরিচালক, হল সুপার, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্বচ্ছতা, জবাবদিহীতা ও অংশগ্রহণম‚লক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অন্যতম লক্ষ্য। ২০০৯ সালের সরকার গঠনের পর মন্ত্রীসভার প্রথম মিটিং এ তিনি এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এর ম‚ল লক্ষ্যই হল দুর্নীতিমুক্ত উন্নত সমাজব্যবস্থা গড়ে তোলা, যেখানে সকলেই সমানভাবে তার যে সাংবিধানিক অধিকার সেটি ভোগ করতে পারবে। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেবাম‚লক বিভিন্ন অভিযোগ থাকতে পারে, সেক্ষেত্রে তারা অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) এর নিকট অভিযোগ দিতে পারবে। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো দেখবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রফেসর ড. ইমরান পারভেজ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়গুলো দেখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিকল্প অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা। একটি নির্ধারিত সময়ের মাঝেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে হবে। কোন ধরণের সেবা পেতে কতদিন সময় লাগবে সব কিছু সিটিজেন চার্টারে উল্লেখ থাকবে। সামনে শিক্ষার্থীদের জন্যও এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পীরগঞ্জে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির শোক সভা

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

দিনাজপুরে ইএসডিও নাইস প্রজেক্টের উদ্যোগে শহরের কাঞ্চন কলোনী বউ বাজার মার্কেটের নির্মাণ সম্পাদন এবং হস্তান্তর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিনাজপুরে লিফলেট বিতরণ

কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসালো দিনাজপুর সরকারি কলেজ শুভসংঘ

পীরগঞ্জে খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ইফতার বিতরণ

বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

বিরামপুরে ধান খেতে সাঁওতাল নারীর রক্তাক্ত মরদেহ

ঠাকুরগাঁওয়ের সবুজ সভাপতি টাঙ্গাইলের রুমী সম্পাদক বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচন