Tuesday , 8 November 2022 | [bangla_date]

হাবিপ্রবি’তে ‘বিজনেস অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

দিনাজপুর প্রতিনিধি \
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে “বিজনেস অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস”শীর্ষক দ্বিতীয় আর্ন্তজাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, চীফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর রাফিয়া আখতারের সভাপতিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইআরটির পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন-উর-রশিদ, জার্ণাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর এডিটর প্রফেসর ড. শ্রীপতি সিকদার এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মান সম্পন্ন নতুন নতুন গবেষণার দিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানের চীফ প্যাট্রন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশও এর বাহিরে নয়। এই পরিস্থিতিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন এবং সামাজিক সুরক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি ট্যাক্স ও জিডিপির অনুপাতের উপর গুরুত্ব দিয়েছেন। সম্ভাব্য সংকটের বিষয়ে বারবার তিনি আমাদের সতর্ক করছেন, সাশ্রয়ী হওয়ার জন্য আহবান জানাচ্ছেন। দেশের স্বার্থে আমাদের সকলকে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলো মেনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংকটময় সময় অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির সাংগঠনিক সভা ও সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা

মেডিকেলে ভর্তির সুযোগ মেয়ের, খরচের চিন্তায় পড়েছেন ভ্যান চালক বাবা !

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

শঙ্কিত বাদীপক্ষ ৬ মাসেও গ্রেপ্তার হয়নি হত্যা মামলার আসামী

মুখরোচক হিসেবে জনপ্রিয় হচ্ছে তুঁত ফল

পীরগঞ্জে সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

এই সরকারকে দ্রুত বিদায় জানাতে না পারলে এদেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পাবে না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন