Wednesday , 28 December 2022 | [bangla_date]

সিঙ্গেল ডিজিটে নামল তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় \ আবহাওয়া অফিসের হিসেবে সর্বনি¤œ তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস মানেই মৃদু শৈত্যপ্রবাহ। অবশ্য পর পর তিনদিন সর্বনি¤œ এই তাপমাত্রা থাকতে হবে। গতকাল বুধবার দেশের

সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে পঞ্চগড়ে শুরু হয়ে গেছে মৌসূমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। অবস্থা দেখে মনে হয় আগামি কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে। আর মৌসূমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের মানুষ।

চলতি মৌসূমের মধ্যে হঠাৎ করে এমন আবহাওয়া বিরাজ করায় অনেকটা আতংকে রয়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। এদের অনেকের কপালেই এখনও জোটেনি সরকারি বা বেরসরকারি শীতবন্ত্র। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে সংসার সামলানোটাই যখন তাদের চ্যালেঞ্জ সেখানে

পরিবারের সদস্যদের শীত নিবারণের জন্য তাদের চেষ্ঠা করাটাও যেন বৃথা। তাই বাধ্য হয়ে শীত নিবারণের জন্য তারা বেছে নিয়েছে খড়কুটো দিয়ে জ্বালানো আগুন। বিকেল আর সকালটা তাদের কাটে আগুনোর ধাপিতে (জ্বালানো আগুনে)। আর রাতটা কাটে প্রুনো কম্বল আর ছেড়া কাথা চট দিয়ে তৈরী করা বিশেষ শীতবস্ত্র দিয়ে।

তীব্র এই শীতের শুরুটা মঙ্গলবার থেকেই। ওইদিনের এক বেলা কুয়াশা আর এক বেলা উত্তুরে কনকনে বাতাসে কাহিল হয় পঞ্চগড়ের মানুষ। গতকাল বুধবার আবহাওয়ায় অবনতিতে অবস্থা আরও বেগতিক হয়েছে। গতকাল বুধবার সকাল নাড়ে নয়টার মধ্যে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারণে রোদ বাতাসে মিলিয়ে যেতে থাকে। সেই সাথে সকাল থেকেই শুরু হিমালয় থেকে আসা কনকনে হিমেল বাতাস। এ কারণ দিনভরই প্রচন্ড শীত অনুভ‚ত হয়।

বিকেলের দিকে বাতাস কিছুটা কমলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় আবারও শুরু হয় কনকনে শীতল হাওয়া।

উচ্চ বিত্তদের কাছে এই শীত উপভোগ্য হলেও চরম বিড়ম্বনায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষরা। কনকনে শীত উপেক্ষা করেই সকাল সকাল কাজে রেড়িয়েছে তারা। সবচেয়ে বেশি কষ্ট কৃষি শ্রমিকদের। শীতকালীন বিভিন্ন আবাদ ছাড়াও বোরো জমি তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা।

ঠান্ডার সাথে কাদামাটিই তাদের জীবিকার অবলম্বন। এ কারণে হাজার শীতও তাদের আটকাতে পারে না। সেই সাথে রয়েছে পরিবারের খরচ আর কিস্তির জ্বালা। তাই শীতকে উপেক্ষা করেই তাদের নামতে হয় কাজে।
তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৯ দমমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

চলতি শীত মৌসূমে তেঁতুলিয়ায় এটি সর্বনি¤œ তাপমাত্রা। মঙ্গলবারও এখানে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তিনি জানান, বর্তমানে পঞ্চগড় ও এর আশাপাশের এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে ৭০০ গাছ বিতরণ

গু,লিবিদ্ধ রশিদের পরিবারকে মন্ত্রীপরিষদ বিভাগের সহায়তা

লিজা হত্যার অভিযোগ- দোষিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ

পীরগঞ্জে স্কাউটসের ডে-ক্যাম্প অনুষ্ঠিত

কাহারোলে ভ‚ট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা