Sunday , 25 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চুরি করতে গিয়ে ধরা খেল গ্রাম পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২০ নং –রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহাড়ি পুকুর পাড় এলাকায় মৃত মনসুর আলীর ছেলে হারুন রশীদের বাড়িতে চুরির করে পালানোর সময় পার্শ্বের চানপাড়া এলাকার মতিউর রহমান মতির ছেলে গ্রাম পুলিশ বেলাল হোসেন (৩৬)কে আটক করে এলাবাসী। ২৪ ডিসেম্বর শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে হারুন রশীদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ আটককৃত গ্রাম পুলিশ বেলাল হোসেনকে থানায় নিয়ে যায়। বাড়ির মালিক হারুন রশীদ বলেন, আমি ঢাকায় একজন এ্যাডভোকেটের ক্লাক হিসেবে কর্মরত ছিলেন শনিবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন ঘর নির্মাণের জন্য ৫৫ হাজার টাকা এবং আসবাবপত্র বাড়িতে রেখে আমি আমার মায়ের ঘরে ছিলাম। আমি আমার ঘরে এসে দেখি সব কিছু এলোমেলো টর্চ লাইটের মাধ্যমে দেখি বেলাল হোসেন পালানোর চেষ্টা করে আমি চিৎকার করলে আশপাশ লোকজন সহ বেলাল হোসেনকে আটক করি।
তিনি আরও বলেন, আমি তৎক্ষনাৎ জিজ্ঞাসা করলে বেলাল হোসেন বলে আমরা চারজন আছি আপনার টাকা ও মালামাল ফেরত দিয়ে দিব। চুরির অভিযুক্ত গ্রাম পুলিশ বেলাল হোসেন বলেন, আমি একাই ঘরে ঢুকেছি তারপর ধরে ফেলছে। স্থানীয় ইউপি সদস্য আসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম পুলিশ বেলাল হোসেনকে এলাকাবাসী হাতেনাতে ঘরের মধ্যে ধরে এবং আমাকে ফোনে জানানোর পরে আমি গিয়ে দেখি গ্রাম পুলিশকে আটক করেছে। পরে আমি জিজ্ঞেস করে জানতে পারি চুরির ঘটনা সত্য। তারপর পুলিশ এসে গ্রাম পুলিশ বেলাল হোসেনকে থানায় নিয়ে যায়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আমি ৩৩৩ লাইনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করার প্রক্রিয়া চলছে । ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান মুঠোফোনে বলেন গ্রাম পুলিশের চুরির ঘটনা শুনেছি এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলছি অভিযুক্ত গ্রাম পুলিশ বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক

ব্যবসায়ী হরিপদ কুন্ডুকে আত্বহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন তার সহোদেের

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্তি সেবা ও পরামর্শ কেন্দ্র পরিদর্শন করেন- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা

মুক্তিযুদ্ধের সংগঠক ইমরান আলী আর নেই

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা

বীরগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

মোটর মালিক সমিতির সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পার্বতীপুর থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের একবেলা উন্নতমানের খাবার ও ফ্যান বিতরণ