Saturday , 24 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সুগার মিলের ৬৫ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর ৬৫ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। “বাড়লো আবার আখের দাম, বেশী করে আখ লাগান” এই শ্লোগানে শুক্রবার বিকেলে সুগার মিলের “কেইন কেরিয়ার” প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) (গ্রেড-২) কৃষিবিদ মো: আশরাফ আলী। ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো; শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) (গ্রেড-২) কৃষিবিদ মো: আশরাফ আলী, বিশেষ অতিথি সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের সদস্য আফসানা আক্তার চ্যামেলি, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ইক্ষু চাষী সমিতির সভাপত আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: উজ্জল হোসেন প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অন্যতম আখচাষী, শিবগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর এবং ইসলামনগরের পীর সাহেব আব্দুল আহাম্মদ উলুব্বী। পরে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, যে এ বছর আখ মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনি কলে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬ হাজার ৫শ একর। আখ রোপন অর্জন ধরা হয় ২ হাজার ৯৩ একর। ২১-২২ রোপন মৌসুমে দন্ডায়মান আখের পরিমাণ ৪ হাজার ৪৮০ একর। চলতি মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ধরা হয় ৭২ দশমিক ২৫০ মে: টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ দশমিক ৩৩৫ মে: টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ শতাংশ। এতে আখ মাড়াই কর্মদিবস ধরা হয় ৫৪ দিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ বর্তমানে চীন-মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে : অর্থমন্ত্রী

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে

বীরগঞ্জে একনিষ্ঠ বিএনপি কর্মীর বাড়ি এখন দেয়ালচিত্রে সজ্জিত

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

আ.লীগ সরকারের আমলেই দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মাস্ক পড়তে সাংসদ রমেশ চন্দ্র সেনের অনুরোধ

ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর যোগদান

ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ  বাজার উপশাখা উদ্বোধন

ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ বাজার উপশাখা উদ্বোধন

সেতাবগঞ্জে মুখে মাক্স না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা