Thursday , 15 December 2022 | [bangla_date]

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, বাংলাদেশের বিজয়ের উষালগ্নে ১৯৭১ সালের ১৪ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোষরদের সহায়তায় এদেশে মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। পরাজয় নিশ্চিত জেনে আজকের এই দিনে বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করতে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানী ঘাতকরা। যার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠনকে বাধাগ্রস্থ করা।
বুধবার দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ কথা বলেন। তিনি বলেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সুখী-সমৃদ্ধ ও উন্নত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা ভৌমিক।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীসহ অতিথিবৃন্দ। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে শিক্ষাবোর্ড
দিনাজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর দিনাজপুর শিক্ষাবোর্ড ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে শিক্ষাবোর্ড চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও চেহেলগাজী মাজার প্রাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে। এর পর শিক্ষাবোর্ড হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব জহির উদ্দীন, উপ-বিদ্যালয় পরিদর্শক মাহমুদুল আলম, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সেকশন অফিসার মন্টু। সঞ্চালনে ছিলেন শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মওদুদ উল করিম বাবু। এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।
নবাবগঞ্জ
নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পুটিমারা ইউনিয়নের চড়ারহাট শহীদ স্মৃতিমিনারের সামনে ওই আলোচনা সভা অুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এম পি শিবলী সাদিক ও বিশেষ অতিথি হিসাবে ওসি ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন । এছাড়াও ব্ক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ মজুমদার পুটিমারা ইউ পি চেয়ারম্যান আনিছুর রহমান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসন শহীদ পরিবারের সদস্য মোজাম্মেল হক প্রমূখ। শেষে মোনাজাত করা হয়। এরপূর্বে শহীদ স্মৃতি মিনারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গরু মোটাতাজাকরণ বিষয়ক কর্মশালা

১ মিনিট দেরি করায় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না প্রার্থী

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

পীরগঞ্জে ইয়াবা,গাঁজা সহ ৩ মাদক কারবারি আটক

বীরগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

দিনাজপুর-৬ আসনে নির্বাচন সামনে রেখে গণসংযোগে ব্যস্ত ব্যারিস্টার সানী আব্দুল হক

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

হরিপুরে পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

খানসামায় আ.লীগের আনন্দ মিছিল আবুল হাসান মাহমুদ আলী মন্ত্রীসভায় যুক্ত হওয়ায় চিরিরবন্দরে মিষ্টি বিতরণ