Wednesday , 7 December 2022 | [bangla_date]

পলাশ দাস ও পম্পি সরকারের গানের অনুষ্ঠানে বক্তারা সঙ্গীত হোক মানবতার কল্যাণে- অসাম্প্রদায়ীকতার সেতুবন্ধনের অলংকার

সি মাইনর এন্টারটেইনমেন্ট এর আয়োজনে শিল্পকলা একাডেমির গোল চত্বর মুক্ত মঞ্চে স্বর্ণালী দিনের গানের আসর “সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গুরু-শিষ্য পলাশ দাস ও পম্পি সরকারের যৌথ পরিবেশনার গানে ¯্রােতাদের সুর মুর্ছনায় মাতিয়ে দিয়েছে।
সোমবার রাতে ভৈরব মিউজিক সেন্টার ও আশা সুইট এর সহযোগিতায় এসএস মিউজ্যিক ল্যাব এর টেকনিক্যাল সাপোর্টে সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তেঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাজেদুর রহমান দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন। স্বাগত বক্তব্য রাখেন সি মাইনর এন্টারটেইনমেন্ট এর স্বত্ত¡াধিকারী এসআর সবুজ। এছাড়া সম্মানীত অতিথি হিসেবে শিল্পীদের ও অতিথিবৃন্দের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও গীতিকার এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, সাবেক অধ্যক্ষ আনোয়ারুল হক, সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ওস্তাদ সুনীল মজুমদার, শিল্পী শফিকুল ইসলাম বকুল, ফেরদৌসার রহমান এবং পপি সরকারের পিতা মৃদুল কান্ত দেব, মাতা রেবা রানী দেব ও এসএস মিউজ্যিক ল্যাবের স্বত্ত¡াধিকারী এসএম সারোয়ার। বক্তারা বলেন, স্বর্ণালী দিনের গান আমাদের সঙ্গীত জগতের প্রেরণা। এই সমস্ত গান যাতে হারিয়ে না যায় তার জন্য এ ধরনের অনুষ্ঠানে আরও বেশি বেশি করে করতে হবে। আমাদের প্রজন্ম শিল্পীদের স্বর্ণালী দিনের গানকে সামনে রেখে সঙ্গীত চর্চায় সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরূপ বকসী বাচ্চু বলেন, সঙ্গীত হোক মানবতার কল্যাণে অসাম্প্রদায়ীকতার সেতুবন্ধনের অলংকার। স্বর্ণালী দিনের গান আমাদের শিল্পীদের লালন ও ধারণ করতে হবে। যাতে গানগুলো আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। “সময় কাটুক গানে গানে”র অনুষ্ঠানে তবলায় ছিলেন শুভ রঞ্জন সরকার, অক্টোপ্যাডে ছিলেন বিশ^জিৎ দাস, বেস গিটারে অশোক কুমার দাস, লিভ গিটারে এম আর সবুজ ও কী-বোর্ডে সুজন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-উর-রশিদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালিত

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন, পুড়ল ২ হাজার মুরগি

বীরগঞ্জে “ভ্রমণ মর্ত্যলোকে” মোড়ক উন্মোচন করা হয়েছে

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টের পাশ দিয়ে পথচারীদের ঝুকিপূর্ণ চলাচল

বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

আটোয়ারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

রাণীশংকৈল পৌর শহরের কুলিক নদীর ব্রিজের দু’পাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান