Friday , 9 December 2022 | [bangla_date]

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় দৃশ্যমান ও উম্মুক্ত স্থান উপজেলা পরিষদ গেটে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্থাপন, সাড়ে ৮টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার।

পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও কর্মি, নারী কর্মি ও স্কাউটস সদস্যসহ সাধারণ মানুষ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দেলোওয়ারা খাতুন বুলবুল, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, এনজিও ইএসডিও প্রতিনিধি রওশন জামান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূূূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে প্রেস ব্রিফিং !

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের সূধী সমাবেশ

তেতুলিয়ায় এবার পর্যটকদের মুগ্ধতায় ভরাবে দশ প্রজাতির টিউলিপ

পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহিলা পরিষদের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরে রাজশাহী-রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে