Thursday , 1 December 2022 | [bangla_date]

বিশ্ব এইডস দিবসের র‌্যালী উদ্বোধনকালে সিভিল সার্জন এইডস প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন বৃদ্ধিতে জনগণকে সচেতন করতে হবে

“অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এর আয়োজনে এবং জাতীয় এইডস এসটিভি কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় বিশ^ এইডস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীর উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনা সভায় সিভিল সার্জনের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক এস.এম সুলতানুল আরেফিন, মেডিসিন কনসালটেন্ট ডাঃ ওয়াহেদুল হক। এইডস রোগ সমন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের সারভাইলেন্স অফিসার ডাঃ ফয়সাল আহমেদ।
মুক্ত আলোচনা করেন এইচআইভি কাউন্সিলর এন্ড এ্যাডমিনিস্টেটর আরাফাত রহমান, আপোস বাংলাদেশ দিনাজপুর ম্যানেজার মোজাম্মেল হক, এনডিও’র নির্বাহী পরিচালক মোঃ সামিউল আলম, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম, লাইট হাউজের সাব ডিআইসি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ও অনুঘটকের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবুল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, এইডস প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন বৃদ্ধিতে জনগণতে সচেতন করতে হবে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মানুষদের এইচআইভি-এইডস পরীক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলে অনেকটা এইডস এর ঝুঁকি কমে যাবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এইডসমুক্ত দেশ উপহার দিয়ে যেতে পারব। র‌্যালী ও আলোচনা সভায় নার্সিং ইনস্টিটিউটের নার্স, এনজিও কর্মী, জন প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ জেনারেল হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য অনুদান

পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!

পঞ্চগড়ে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

পীরগঞ্জে ট্রাক ট্যাংক-লড়ি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

নৌকার বিজয় মানেই শেখ হাসিনার বিজয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক কর্মশালা

বোদায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত