Sunday , 4 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর -২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মহাসিন আলী।
উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মো.আবুল কামাল আজাদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুর্শিদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ওসমান গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রাজিউর রহমান রাজু সহ উপজলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে ৩৩টি স্টল অংশগ্রহণ করে।

পরে এমপি মনোরঞ্জন শীল গোপাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান সহ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে গাঁজা পরিবহনের সময় গাঁজাসহ একজন আটক

১০ম বর্ষপূর্তি উপলক্ষে ড্রইং স্কুলের উদ্যোগে দিনাজপুরে ৪ দিনব্যাপী শিল্প উৎসব ও মেলা উদ্ধোধন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের  নবনির্মিত ভবন উদ্বোধন

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

পীরগঞ্জে শ্বশুড়কে হারিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বউমা

টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ

লকডাউন বারলো ২৮ এপ্রিল পর্যন্ত

বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ