Sunday , 18 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় আহত -৮

বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জে মাটি ও বালুবোঝাই ড্রামট্রাকের বেপরোয়া ধাক্কায় আটজন আহত হয়েছে। শনিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামের বীরগঞ্জ -গড়েয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের সাইফুলের ছেলে শাকিব , কবুজের ছেলে মাসুদ তাদের অবস্থার অবনতি ঘটলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছেন। সামসুলের ছেলে বদিউল মতিউলের ছেলে সিফাত, তোয়াবুলের ছেলে উজ্বল, সফিকুলের ছেলে মাহাবুব, হবিবরের ছেলে আতাহারুল, খয়রুলের ছেলে, নুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি ট্রাক পাল্লা দিয়ে বেপরোয়াভাবে যাচ্ছিল। এ-সময় সড়কে থাকা ধান মাড়াইয়ের একটি মেশিনকে ধাক্কা দিয়ে গাছের সাথে লাগিয়ে দেয়। এ ঘটনায় আট শ্রমিক আহত হয়। ওই এলাকার ভুক্তভোগীরা জানান, প্রশাসন কে ম্যানেজ করে ড্রামট্রাক চালিয়ে যাচ্ছেন বালু সরবরাহকারীরা। দীর্ঘদিন ধরে ড্রাম ট্রাক দিয়ে নদী থেকে বালু ও মাটি সরবরাহ করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। এব্যাপারে এলাকাবাসীরা জানান,উপজেলা নির্বাহী অফিসার কে বারবার অবগত করলেও কোন ফল হয়নি।  
 নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ও মাটি রেজিষ্ট্রেশন নম্বর বিহীন এসব ড্রামট্রাক করে ইটভাটাসহ বিভিন্ন এলাকায় বেপরোয়াভাবে সরবরাহ করা হচ্ছে। ট্রাকগুলোর কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গ্রামের রাস্তাঘাট দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে জনসাধাণদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন,সরকারি প্রতিবছর গ্রামীণ রাস্তাগুলো সংস্কার করলেও এইসব ট্রাকের কারণে রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান,ড্রাম ট্রাকে করে বালু ও মাটি সরবরাহে আইনগত বাধা থাকলেও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এ কাজ করা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোট লেখা পর্যন্ত একটি ড্রামট্রাক এলাকাবাসী আটক করেছে। 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পায়ে হেটে বিশ্বজয়ের পথে শাকিল, ৯০ দিনে এভারেস্টে চুড়া জয়ের ইচ্ছে

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর লাশের মিছিল পঞ্চগড়ে

রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির সংবর্ধনা

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরীর বিরামপুরে নির্বাচনী সভা

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমার আর নেই (ইন্না – – রাজিউন)

খানসামায় উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

হাবিপ্রবির সাথে সিটি ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

শেখ হাসিনা থাকলেই দেশ ভালো থাকবে-টিটো দত্ত

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত