Tuesday , 20 December 2022 | [bangla_date]

রাষ্ট্র কাঠামোকে নির্মমভাবে হত্যা করে বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাসের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, রাষ্ট্র ব্যবস্থাকে নির্মমভাবে হত্যা করে বিএনপি এখন রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত যে সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছিল। ৭৫ সালে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নির্মমভাবে সেই কাঠামোকে হত্যা করে আজ আবার তারাই রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কথা বলছে। তারা ভুলে যাচ্ছেন, যতই সমাবেশ করুক, আর দফায় দফায় দাবী পেশ করুক। বাংলার জনগন তাদের প্রত্যাখান করেছে, ভবিষ্যতেও করবে। আর দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগন আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী ‘আদিবাসী মেলা’র উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারমান মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো,শামীম ফিরোজ আলম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো,ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি বীরগঞ্জ উপজেলার সভাপতি শীতল মার্ডি। স্বাগত বক্তব্য রাখেন নেট্জ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর বাস্তবায়ন কর্মকর্তা রহমতুল্লাহ। দিনব্যাপী মেলায় আদিবাসী ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের ৮টি স্টল বসানো হয়েছে। স্টল গুলোতে আদিবাসী ছেলে-মেয়েরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টল গুলো পরিদর্শন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
‘স্ট্রেইনদেনিং ইয়াং এন্ড এ্যাডাল্ট পিস মাল্টিপ্লায়ার’স ইন বাংলাদেশ (অহিংসা) প্রকল্প’ বীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলায় জনসমাজে শান্তি প্রতিষ্ঠা অহিংস কার্যক্রম অনুশীলনের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান আয়োজকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বাজার কমিটি ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহনে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

বোদা ও দেবীগঞ্জের পূজামন্ডপে ৭ হাজার বিএনপি’র কর্মী   স্বেচ্ছাসেবকের দায়িতে  —-আজাদ

বোদা ও দেবীগঞ্জের পূজামন্ডপে ৭ হাজার বিএনপি’র কর্মী স্বেচ্ছাসেবকের দায়িতে —-আজাদ

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ

বীরগঞ্জের ডাক্তার খানার মাঠ বেদখল

আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২৭জুন

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক বিষপানে আত্মহত্যা

খানসামার নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

বীরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে অভিভাবক সমাবেশ