Thursday , 22 December 2022 | [bangla_date]

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও স্বৈরাচারী বিরোধী আন্দোলনের রাজশাহী বিশ^বিদ্যালয়ের জাসদ ছাত্রলীগের নেতা শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সকাল ১০টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহিদুল্লার নেতৃত্বে নেতাকর্মীরা দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের গোদাগাড়ী পারিবারিক গোরস্থানে মিছিল সহকারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহিদুল্লাহ বলেন, ১৯৮৪ সালে রাজশাহীতে শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ঘন্টা ধর্মঘট চলাকালীন বিডিআর এর গুলিতে শহীদ হন দিনাজপুর জেলার গোদাগাড়ী গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র এবং জাসদ ছাত্রলীগ নেতা শাহজাহান সিরাজ। তিনি আরও বলেন, শহীদ শাহজাহান সিরাজ বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা খাতে বৈষম্য দূর করতে ও শিক্ষাকে বাণিজ্যকিকরণ বন্ধ করতে এবং শিক্ষা উপকরণের মূল্য কমানোর দাবীতে সে সময় যে আন্দোলন করেছিল তার স্বপ্ন আমরা পুরন করব।
পার্বতীপুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শাহাজান সিরাজ এর ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। তিনি তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের নেতা ছিলেন। এ উপলক্ষে বৃস্পতিবার সকালে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার ও অপর যুগ্ম সম্পাদক ইমরান আল-আমিনের নেতৃত্বে একটি টিম শাহাজাহান সিরাজের গ্রামের বাড়ি দিনাজপুরের গোদাগাড়ীতে যান। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সহযাত্রীর সভাপতি সাব্বির আহাম্মেদ এবং শহীদ শাহাজান সিরাজ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। সেখানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পন, ১ মিনিট নিরবতা এবং দোয়া খায়ের করা হয়। সমাধির পাশে আলোচনা শেষে নেতৃবৃন্দ শহীদ শাহাজাহান সিরাজের পরিবারবর্গের সঙ্গে কুশলাদি বিনয়ময় করেন ও তাদের খোঁজখবর নেন।
জাসদের নেতৃত্বাধীন টিমের সাথে অন্যান্যদের যারা উপস্থিত ছিলেন, যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাঈল হোসেন পাশা, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হোসেন চঞ্চল ও আশরাফুল ইসলাম নওয়াব। এছাড়াও পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পার্বতীপুর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার প্রমাণকি, দিনাজপুর জেলা জাসদের সদস্য ও পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক মুসলিমুর রহমান, সদস্য আহসান উল্লাহ্্ মাস্টার, কবির শেখ প্রমূখ।
উল্লেখ্য ১৯৮৪ সালের স্বৈরাচার বিরোধী উত্তাল আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের পাশে একটি মিছিলে নেতৃত্বাধীন অবস্থায় স্বৈরাচারের পেটোয়া বাহিনী শাহাজাহান সিরাজকে সম্মুখ দিক থেকে গুলি করে হত্যা করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেলায় পছন্দের জীবনসঙ্গী মিলে এমন ধারণা দুই শত বছরের ঐতিহ্য বীরগঞ্জের আদিবাসী মিলন মেলা

বীরগঞ্জে ঐতিহাসিক হাঁস খেলা

বীরগঞ্জ ফয়সাল অটো রাইস মিল শুভ উদ্বধন

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার- কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে

সেতাবগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

পীরগঞ্জে দোয়েল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

বীরগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে আ.লীগ নেতার শুভেচ্ছা ও মতবিনিময়