Tuesday , 27 December 2022 | [bangla_date]

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর সার্কেলাধীন দিনাজপুর অঞ্চলের সেতাবগঞ্জ শাখার উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী বাংক লিমিটেড রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, সেতাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক দিনাজপুর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শাহানাজ চৌধুরী। উক্ত কৃষি ঋণ মেলায় বাংলাদেশ ব্যাংক ও অগ্রনী ব্যাংক এর কর্মকর্তা ও কর্মচারী ও সুবিধাভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। ঋণ মেলায় দিনাজপুর অঞ্চলাধীন ১২টি শাখার ৫৩৫ জন কৃষকের মাঝে ৩ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত