Thursday , 8 December 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত অধ্যাপকবৃন্দের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লা এর অতিরিক্ত মহাপরিচালক জনাব ড. আবদুল করিম।

এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এতো ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম সহ্য করেছিলেন, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ করে ২০০৯ সালে সরকার গঠনের পরই তিনি শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেন। এর অংশ হিসেবেই রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে কতটা স্বচ্ছ করা যায় সেটি নিয়ে তিনি কাজ করছেন পাশাপাশি সরকারি প্রতিটি প্রতিষ্ঠান যেন জবাবদিহিতা, অংশগ্রহণম‚লক ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয় সে নির্দেশনা তিনি দিয়েছেন।
এ লক্ষে আমরাও কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেবাম‚লক বিভিন্ন অভিযোগ থাকতে পারে, সেক্ষেত্রে তারা অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) এর নিকট অভিযোগ দিতে পারবে।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো দেখবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রফেসর ড. ইমরান পারভেজ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়গুলো দেখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিকল্প অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা। একটি নির্ধারিত সময়ের মাঝেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে হবে। কোন ধরণের সেবা পেতে কতদিন সময় লাগবে সব কিছু সিটিজেন চার্টারে উল্লেখ থাকবে। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শশুর ও স্বামী পলাতক, শ্বাশুড়ী আটক ঘোড়াঘাটে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

বোদায় উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ  নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ঠাকুরগাঁয়ের রাহাত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে অসহায়দের মাঝে গার্লস ক্লাবের খাদ্য সহায়তা

বোদায় ইসলামী আন্দোলন উপজেলা কমিটি গঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন

শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

হরিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশন কর্মসূচি পঞ্চগড়ে হাসপাতালগুলোতে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ