Sunday , 8 January 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় যুব উন্নয়নের দুই মাসব্যাপি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় যুব উন্নয়নের অধিদপ্তরের দুই মাসব্যাপি বেকার যুবক ও যুব মহিলাদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক আব্দুল আখের করেন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধানসহ উপজেলা যুব উন্নয়নের অফিস সহকারী নাফিজুল ইসলাম ও শাখাওয়াত হোসেন ও প্রশিক্ষণার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক আব্দুল আখের বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অভিযাত্রা যুব উন্নয়ন অধিদপ্তরও শামিল। যুব উন্নয়ন অধিদপ্তর ট্যাকাব প্রকল্পের মাধ্যমে দেশের পর্যায়ক্রমে সকল উপজেলায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের আয়োজন করেছে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বেকার যুব ও নারীরা নিজেদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে পারবে এবং চাকরির ক্ষেত্রে নিজেদের উপযুক্ত করে তুলতে পারবে’।

তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ট্যাকাব প্রকল্পের মাধ্যমে দেশের সকল উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষণের আয়োজন করেছে। আমাদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে যুব নারী ও যুবরা প্রশিক্ষন গ্রহণ করতে পারে। কিন্তু প্রত্যন্ত এলাকা অর্থাৎ উপজেলা লেভেলে কোন প্রশিক্ষন কেন্দ্র নেই। তাই উপজেলা লেভেলে আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। এ প্রকল্প সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। আমরা ১৪টি ট্রেনিং ভ্যান মিনিবাসের ভিতর কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি সুসজ্জিত কর প্রশিক্ষণ দিচ্ছি। এটা ৪৪ কর্মদিবস তথা দুই মাস ব্যাপী প্রশিক্ষণ। এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব ও নারীরা তাদের নিজেদের আত্মকর্মসংস্থান ও চাকরিতে ভালো করবে সরকার এমনটাই প্রত্যাশা করে।

দুই মাস ব্যাপি এ প্রশিক্ষণটি টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুবাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব ২য় পর্যায় র্শীষক কারিগরি সহায়তা প্রকল্পের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আইসিটি ভ্যানে এই প্রশিক্ষণ প্রধান করা হবে বলে জানায় যুব উন্নয়ন অধিদপ্তর। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কাতিহার অতিরিক্ত টোল আদায়ের জন্য , ৩০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

কাহারোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফল কৃষকেরা

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাইফুল্লাহ, তুহিন ও শামীম পরিষদ বিজয়ী

পঞ্চগড়ে ২৫ বছরের সৌরচালিত বিদ্যুত পাম্প এক বছরেই নষ্ট সুদ আসলে ১৫ কোটি টাকা ঋণের টাকা আদায়ে চলছে মামলা-জমি নিলাম

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা- এমপি গোপাল

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা