Sunday , 8 January 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় যুব উন্নয়নের দুই মাসব্যাপি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় যুব উন্নয়নের অধিদপ্তরের দুই মাসব্যাপি বেকার যুবক ও যুব মহিলাদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক আব্দুল আখের করেন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধানসহ উপজেলা যুব উন্নয়নের অফিস সহকারী নাফিজুল ইসলাম ও শাখাওয়াত হোসেন ও প্রশিক্ষণার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক আব্দুল আখের বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অভিযাত্রা যুব উন্নয়ন অধিদপ্তরও শামিল। যুব উন্নয়ন অধিদপ্তর ট্যাকাব প্রকল্পের মাধ্যমে দেশের পর্যায়ক্রমে সকল উপজেলায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের আয়োজন করেছে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বেকার যুব ও নারীরা নিজেদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে পারবে এবং চাকরির ক্ষেত্রে নিজেদের উপযুক্ত করে তুলতে পারবে’।

তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ট্যাকাব প্রকল্পের মাধ্যমে দেশের সকল উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষণের আয়োজন করেছে। আমাদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে যুব নারী ও যুবরা প্রশিক্ষন গ্রহণ করতে পারে। কিন্তু প্রত্যন্ত এলাকা অর্থাৎ উপজেলা লেভেলে কোন প্রশিক্ষন কেন্দ্র নেই। তাই উপজেলা লেভেলে আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। এ প্রকল্প সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। আমরা ১৪টি ট্রেনিং ভ্যান মিনিবাসের ভিতর কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি সুসজ্জিত কর প্রশিক্ষণ দিচ্ছি। এটা ৪৪ কর্মদিবস তথা দুই মাস ব্যাপী প্রশিক্ষণ। এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব ও নারীরা তাদের নিজেদের আত্মকর্মসংস্থান ও চাকরিতে ভালো করবে সরকার এমনটাই প্রত্যাশা করে।

দুই মাস ব্যাপি এ প্রশিক্ষণটি টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুবাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব ২য় পর্যায় র্শীষক কারিগরি সহায়তা প্রকল্পের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আইসিটি ভ্যানে এই প্রশিক্ষণ প্রধান করা হবে বলে জানায় যুব উন্নয়ন অধিদপ্তর। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শঙ্কা উড়িয়ে স্কুলে ফিরল আফগান মেয়েরা

পঞ্চগড়ে হত্যা মামলার আসামীদের জামিন দেয়ায় বিচারককে জুতা নিক্ষেপ করলেন মামলার বাদী

পঞ্চগড়ে হত্যা মামলার আসামীদের জামিন দেয়ায় বিচারককে জুতা নিক্ষেপ করলেন মামলার বাদী

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

বোদায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাতালো হাজারো জনতা

দিনাজপুরে যহ্মা বিষয়ক মত বিনিময় সভা

বীরগঞ্জ পৌরসভায় ১৪ কোটি ২ লাখ ৭৫ হাজার ৪৪৭ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

একে তো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ! রাণীশংকৈলে শালিস বসিয়ে জরিমানা করলেন ইউপি সদস্য

বীরগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী নিহত