Sunday , 15 January 2023 | [bangla_date]

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এর আয়োজনে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সহযোগীতায় এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুায়ালীতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
সম্মানিত অতিথি ছিলেন গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব অধ্যাপক মো. জহির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। সভাপতির দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান অধ্যাপকজ মো. কামরুল ইসলাম।
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই ধরনের প্রশিক্ষণ কোর্স আয়োজনের জন্য গণহত্যা জাদুঘরকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কোর্স রাজধানী থেকে অনেক দূরে অনুষ্ঠিত হওয়াতে বাংলাদেশের সামাজিক ইতিহাসচর্চা ও মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাসচর্চায় বিরাট পরিবর্তন আসবে।
শিক্ষা ব্যবস্থার নানা উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী ড.দীপুমনি আরও বলেন, পড়াশোনা আর চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। নতুন শিক্ষাক্রম তৈরী হয়েছে, নতুন কিছু জানাতে ও শেখাতে যা তাদের নতুন চিন্তাধারার পথ দেখাবে।
মুনতাসীর মামুন তাঁর বক্তৃতায় গণহত্যা জাদুঘরের সকল কার্যক্রম তুলে ধরে বলেন, গণহত্যা জাদুঘর জেলা জরিপ ও নির্ঘণ্টের মাধ্যমে গণহত্যার ইতিহাসচর্চা বদলে দিচ্ছে। গণহত্যা তথা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই ধরনের গবেষণা কার্যক্রম সবচেয়ে জরুরি।
উল্লেখ্য, গণহত্যা জাদুঘর প্রতিষ্ঠা থেকেই বিভিন্ন সৃজনশীল উপায়ে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার কাজ নিরন্তর করে যাচ্ছে। এরই একটা অংশ হিসেবে জাদুঘর আয়োজন করে মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক প্রশিক্ষণ কোর্স, যেখানে গবেষণার বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়। এখন পর্যন্ত নয়টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

দিনাজপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির একাধিক অভিযানে প্রায় ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর অর্থায়নে পরিচালিত আদিবাসী বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী বন্ধ !

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

বীরগঞ্জে অভিযোগ তোয়াক্কা না করে আবাসিক এলাকায় চলছে রবি টাওয়ার নির্মাণ কাজ

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত