Thursday , 5 January 2023 | [bangla_date]

দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বুধবার শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত রহমান লিমন ও শাহারিয়া ইমন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা প্রান্ত রহমান, ছাত্র নেতা শিহাব সারার, ছাত্র নেতা রুহুল আমিন, ছাত্র নেতা দেলোয়ার হোসেন দোলন, ছাত্রনেতা ফিরোজ কবির সানু, ছাত্র নেতা মোরশেদুল, ছাত্র নেতা আবিল আল রিয়াদ চৌধুরী প্রান্থ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
সদর ছাত্রলীগ
দিনাজপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারী বুধবার জেলা ও সদর উপজেলা ছাত্রলীগ ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসন কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসান্জ্জুামান চঞ্চল, যুগ্ম আহবায়ক শাহ আলম স্বপন, শামীম রেজা, রেজাউর ইসলাম বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়া জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর ইসলাম রকি, জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, আকাশ, অনিকসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সদর উপজেলা ছাত্রলীগের কর্মসুচীতে উপস্থিত ছিলেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ ১০টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

আটোয়ারীতে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল পুলিশ সদস্যের স্বপ্নের বাড়ি

বীরগঞ্জের মরিচা ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু

বীরগঞ্জে ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন

বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঘোড়াঘাটে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

রানীশংকৈলে গনহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

লোকসভা নির্বাচন ভারতে: বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ

২৫ জানুয়ারি কর্মী সম্মেলন বীরগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা