Thursday , 26 January 2023 | [bangla_date]

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ক্যাশলেস যুগে প্রবেশ করলো

পঞ্চগড় প্রতিনিধি\ দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ডিজিটাল লেনদেন হিসেবে ক্যাশলেস যুগে প্রবেশ করলো। এই সেবা চালুর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশে যুক্ত হলো পঞ্চগড়। এখন থেকে ইউনিয়নের নাগরিকরা ইউনিয়ন পরিষদের ২০টি সেবা অতি সহজে সেবা গ্রহণ করতে পারবেন। তেঁতুলিয়া উপজেলায় শুরুর পর গত মঙ্গলবার সকাল থেকে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে শুরু হয়েছে এই সেবা।
ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, ভূমিহীন সনদ, ওয়ারিশান সনদ, উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, বিভিন্ন ধরণের প্রত্যয়নপত্র, অর্থিক অসচ্ছলতার প্রত্যয়ন, বিভিন্ন লাইসেন্সের মধ্যে ট্রেড লাইসেন্স, অগভীর নলকূপ স্থাপন লাইসেন্স, অযান্ত্রিক যানবাহনের (রিক্সা, ভ্যান এবং বাইসাইকেল) লাইসেন্স প্রদানসহ নানাবিধ নাগরিক সেবা প্রদান করে থাকে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের কর (হোল্ডিং ট্যাক্স, রপ্তানী কর, পেশাবৃত্তি কর ইত্যাদি) আদায় করে থাকে। এসব সেবা নিতে সেবাগ্রহিতারা এখন থেকে তাদের মোবাইল থেকে নগদ/বিকাশ এর মতো ক্যাশলেস এর মাধ্যমে ফি পেমেন্ট করে সেবা নিতে পারবেন।
উদ্যোগটির সম্পর্কে জানা যায়, ইউনিয়ন পরিষদের প্রদত্ত সেবাগুলো সচিব বা হিসাব সহকারিরা যেকোন কম্পিউটারে মনগড়াভাবে প্রস্তুুত করে অফিস স্মারক ব্যতিত সেবা প্রদান করতেন। এতে ইউনিয়ন পরিষদ সেবা গ্রহীতার কাছ থেকে প্রদত্ত সেবা মূল্য থেকে বঞ্চিত হতো। মানসম্মত সেবা পেতেন না সেবা গ্রহিতারা। ইউনিয়ন পরিষদ প্রদত্ত সেবামূল্য নগদ গ্রহণ বা রশিদ ব্যতিত অর্থ গ্রহণের কারণে তছরুপ হতো সরকারি অর্থ। এমন পরিস্থিতি উত্তরণে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় ডিজিটাল বাংলাদেশের মুলমন্ত্র বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক স্বল্প খরচে, স্বল্প সময়ে, স্বল্প ভ্রমণে বা শূন্য ভ্রমণে এবং হয়রানিমুক্তভাবে গুণগত সেবা প্রদান ও গ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হয় অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল ও ক্যাশলেশ ইউনিয়ন ট্যাক্স ও ইউপি সেবা সিস্টেম। গত ৬ জানুয়ারি জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে তিরনইহাট ইউনিয়ন পরিষদে ক্যাশলেস সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, জন্মসনদ, ট্রেডলাইসেন্স সেবা নিতে আসা সেবাগ্রহীতারা ক্যাশলেসের মাধ্যমে সেবা নিচ্ছেন। পশ্চিম শিংপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দীনে মেয়ে সমিজা খাতুন এসেছেন নাগরিকত্ব সদন নিতে। তিনি জানালেন কোন প্রকার ঝামেলা ছাড়াই ক্যাশলেসের মাধ্যমে ফি পেমেন্ট করে সেবাটি গ্রহণ করলাম। খুব ভালো লাগলো সার্ভিসটি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক জানান, দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ক্যাশলেস যুগে প্রবেশ করল। এখন থেকে ইউনিয়ন পরিষদে এসে নাগরিকদের আর কোন ধরণের ভোগান্তি পেতে হবে না। এতে করে সেবা গ্রহিতারা নির্ধারিত সরকারি খরচে সেবা গ্রহণ করতে পারবে। অতিরিক্ত কোন অর্থ ব্যয় করতে হবে না। এছাড়া সরকারি অর্থ তছরুপের কোন সুযোগ থাকবে না। তেঁতুলিয়া উপজেলা থেকে শুরু হয়ে পঞ্চগড় সদর উপজেলায় এই সেবা কার্যক্রম শুরু হল। কিছুদিনের মধ্যে বাকি তিন উপজেলাতেও এই সেবার কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে দোকান ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর উদ্বোধন

বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব, দুই হাজার শিক্ষার্থী পেল শীতবস্ত্র

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাসিক আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়

​নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করলো তালেবান

বীরগঞ্জে আর্তমানবতার সেবায় উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ  ও রাসায়নিক সার বিতরণ

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

পঞ্চগড়ে সাংবাদিকের ল্যাপটপ মোবাইল ফোনসহ নগদ অর্থ চুরি

পদ্মা সেতুর মত কোন ষড়যন্ত্র আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না-এমপি গোপাল