Monday , 30 January 2023 | [bangla_date]

বিশ্ব কুষ্ঠ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না

“এখনই কাজ শুরু করি- কুষ্ঠ রোগ নির্মূল করি” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৯ জানুয়ারী বোরবার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর দিনাজপুরের আয়োজনে এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচী এবং টিবিএল এন্ড এএসপি ওপি, ধানজুড়ী কুষ্ঠ নিরাময় কেন্দ্র ও লেপ্রা বাংলাদেশের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি’র নেতৃত্ব দেন দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, লেপ্রা বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডাঃ ডেভিড পাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) মমিনুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

বিষয় ভিত্তিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডিষ্ট্রিক সার্ভিলেন, সিভিল সার্জন অফিস ডাঃ ফয়সাল আহম্মেদ রাসেল। উপকারভোগী রোগীদের মধ্যে রিনা বেগম ও লাল মিয়া তাদের চিকিৎসার অগ্রগতি বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন ধানজুড়ী কুষ্ঠ রোগ নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক আগাপিত টুডু ও সিভিল সার্জন কার্যালয়ের যহ্মা ও কুষ্ঠ’র পিও আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না। সামাজিকতার ভয়ে যথাসময়ে চিকিৎসা নিতে দেরি করে এবং ভয়াবহতা ডেকে আনে। বক্তারা আরোও বলেন, কুষ্ঠ একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, জন্মগত, বংশগত বা অভিশাপের ফল নয়। সঠিক চিকিৎসা পেলে এ রোগ নির্মূল করা সম্ভব। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করা হবে।

বোচাগঞ্জ
দিনাজপুর প্রতিনিধি। ‘এখনই কাজ শুরু করি,কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত।
রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা সভাপতিত্বে আলোচনা রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. পিয়ারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা.আল আমিন,মেডিকেল অফিসার ডা.নজরুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক মনসুর আলী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোজাহারুল ইসলাম,যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্র সহকারী সুইটি আক্তার লাবনী,এনজিও প্রতিনিধি পলাশ চন্দ্র দেবশর্মা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সকল মেডিকেল অফিসারগণ,নার্স সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৬ মাইলে মাদক কারবারিকে গাছের সাথে বেধে মোটরসাইকেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

জমি লিখে নিয়ে পিতাকে পাগল বানিয়ে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ে-জামাতাকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউএনও

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন আট জেলায়  এইচএসসি ফলাফলে এবার ২০টি প্রতিষ্ঠান  থেকে কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন আট জেলায় এইচএসসি ফলাফলে এবার ২০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি পঞ্চম দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি

হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার

বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত