Thursday , 26 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে সরস্বতী পূজা উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু ধর্মালম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকল ভক্তরা। এই পূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ এবং ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপিত হয়।
বীরগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক ১০৭ ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠান, সহ বিভিন্ন এলাকা নানা আয়োজনে মধ্যদিয়ে সরস্বতী পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।
ভোর রাতে থেকে কিশোর -কিশোরীরা নতুন পোশাক পড়ে ভিন্ন সাজে সেজে পূজা মণ্ডপে উপস্থিত হয়। পূজা অর্চনার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা।
সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি বীরগঞ্জ সরকারি কলেজ, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, আমিনা করিম মেমোরিয়াল বালিকা, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কাচারিপাড়া সহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরিদর্শনকালে শিক্ষার্থীদের শ্রেণির বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক, উপন্যাস,গল্প ও কবিতার বই পড়ার বিষয়ে উদ্বুদ্ধ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পুষ্টি ও স্তন ক্যান্সার সেমিনার

ঠাকুরগাঁওয়ে জেএসডি ‘র জাতীয় সরকারের দাবিতে সমাবেশ

বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বাবার ছুরিকাঘাতে আহত ছেলে, গ্রেপ্তার বাবা!

রানীশংকৈলে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ  নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

বিয়ের প্রলোভন দিখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ ! থানায় মামলা

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন