Thursday , 26 January 2023 | [bangla_date]

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে সুনামধন্য পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, পুরুষ্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মকসুদা পারভীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদৌসী, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন, প্রাক্তন শিক্ষক নুরুল হক, জয়ন্ত কুমার ঘোষ, সহকারী সিনিয়র শিক্ষক হসন্তিকা রায়, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক প্রসেনজিৎ রায়। এসময় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রৌশন আরা বেগম, সিনিয়র শিক্ষক শ্রীমন্ত কুমার রায় ও সিনিয়র শিক্ষক এস, এম, মোরশেদ আলমের বদলি জনিত বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা শেষে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী সিনিয়র শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ। উক্ত অনুষ্ঠানে ১২০ জন নতুন শিক্ষার্থীদের বরণ এবং পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও