Tuesday , 24 January 2023 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভায় ৬০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ৬০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি প্রকল্পের উন্নয়মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। জানা গেছে, গত ২০১৯ সালের ১৫ এপ্রিল উপ-নির্বাচনে বিপুল ভোটে বীরগঞ্জ পৌরসভায় পৌর মেয়র মো. মোশারফ হোসেন নির্বাচিত হয়েছিলেন। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌরসভার রাস্তা-ঘাট উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। পৌর এলাকার ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা সমস্যা নিরসনসহ মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা পাকাকরণ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, পানি সরবরাহ লাইন, ময়লা আবর্জনা রাখার জন্য জমি ক্রয়, পাওয়ার হাউজ ভবন নির্মাণ, কবরস্থান সুরক্ষার জন্য প্রাচীর নির্মাণ মসজিদ, মাদ্রাসা, মন্দির, শশ্মানসহ পৌর এলাকা সৌন্দর্য বৃদ্ধির জন্যও কাজ করে যাচ্ছেন। পৌরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও পৌরসভার পক্ষ থেকে পৌর বাসীকে প্রত্যাশিত সেবা প্রদানসহ নানা কাজে নিজেকে নিয়জিত রেখে তিনি। এসব উন্নয়মূলক কাজ করার ফলে ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে
মোবাইল ফোন প্রতীক নিয়ে জনগণের ৩৯৯৩ ভোট পেয়ে মো. মোশারফ হোসেন
বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হয়ে পৌর এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনসেবা অব্যাহত রেখেছেন মো. মোশারফ হোসেন। এব্যাপারে
পৌর মেয়র মো. মোশারফ হোসেন জানান, জনগণের সেবা করার জন্য ছোট থেকে রাজনীতিতে এসেছেন। জনগণের পাশে থেকে তাদের নানা সমস্যা সমাধানের চেষ্টায় নিজেকে গড়ে তুলেছি। আমি ছোট বেলা হতে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। জেনেছি সেই মহান নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্বের অহংকারে আমি গর্বিত। তার অনুপ্রেরণায় আমার এ কর্মময় জীবনে অনেক স্বপ্ন চিন্তা-চেতনাকে শতভাগ সফল করার প্রয়াস অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সার্বিক সহায়তায় আমার চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল ধ্যান-ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল। সন্ত্রাস, দূর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মাদকমুক্ত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য। ডিজিটাল সেবা পৌছে দেয়ার লক্ষ্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই বীরগঞ্জ পৌরসভার সকল প্রকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। বীরগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছি। পৌরসভার সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে বীরগঞ্জ পৌরসভাও অতিশীঘ্রই কাংখিত লক্ষ্যে পৌছে যাবে ইনশাল্লাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জিন্স পরার কারণে মেরে ফেলা হলো মেয়েটিকে

পীরগঞ্জে আধুনিক ভূমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংসদে নৌ প্রতিমন্ত্রী কে প্রশংসায় ভাসালেন বিরোধীদলেরএমপিরা

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

পীরগঞ্জে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে ——হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন

এলজিএসপি’র জেলা সমন্বয়ন কমিটির সভা