Friday , 27 January 2023 | [bangla_date]

বেলান নদী খনন শুরু হওয়ায় খুশি খানসামা-চিরিরবন্দরের হাজারো কৃষক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ হাজারো কৃষকের স্বপ্ন পূরণের আশা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বেলান নদী খনন কাজ শুরু।
বৃহস্পতিবার দুপুরে কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে জাইকা ও এলজিইডির অর্থায়নে কাচিনীয়া বাজার বেলান নদী উপ-প্রকল্প এর আওতায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া বৈকুন্ঠপুর এলাকায় চেইনেজ ০+০০০ কি.মি. থেকে ৮+৮০০ কি.মি. পর্যন্ত খনন কাজ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন,এই এলাকায় হাজারো কৃষকের স্বপ্ন পূরণের লক্ষ্যে বেলান নদী খনন কাজ শুরু করা হয়েছে। আওযামী লীগ সরকার সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করে। যারা উন্নযন দেখতে পায না, তাদের চোখে সমস্যা আছে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও খানসামা রাশিদা আক্তার, ইউএনও চিরিরবন্দর খালিদ আহসান, ওসি চিরিরবন্দর বজলুর রশিদ, ওসি খানসামা চিত্তরঞ্জন রায়, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ অনেকে।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ অর্থায়নে ও এলজিইডি’র বাস্তবায়নে বেলান নদী, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন করা হবে। এই নদী খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবে চাষিরা।
উল্লেখ্য, এর আগে খানসামা উপজেলায় বেলান নদী খনন কাজ শুরু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে সকল শহীদ স্মরণে ফলদ গাছের চারা বিতরন

খানসামায় ফল মেলা উদ্বোধন : নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উৎসাহ

মাদক ব্যবসা ছেড়ে সফল উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের মাজেদ

বিরলে আবারো সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৭ জন আটক

দিনাজপুরে নকল কসমেটিক্স বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা

‘যদি ফের বৃষ্টির পানি আসে’-রাণীশংকৈলে আলুচাষিদের আশঙ্কা

বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশনের সহযোগিতায় হাসপাতাল থেকে নিজ গৃহে ফিরলো বৃদ্ধ আঃগনি

ক্ষমা চাইলেন ডা. জাহাঙ্গীর কবির

বীরগঞ্জে কুমোরপুর বাঁশতলী কালি মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

দিনাজপুরে স্বামী বিবেকানন্দ সাহিত্য উৎসব ও পদক প্রদান