Wednesday , 11 January 2023 | [bangla_date]

ব্যবসায়ী হরিপদ কুন্ডুকে আত্বহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন তার সহোদেের

অর্থ ও সম্পদ আত্বসাতের জন্যে স্ত্রী সোমা কুন্ডু ও তার অপরাপর সহযোগীরা পরিকল্পিতভাবে চক্রান্তের মাধ্যমে হরিপদ কুন্ডুকে হত্যা এবং মামলার বাদীকে ভয়ভীতি প্রর্দশন ও তদন্তকাজে প্রভাব বিস্তার করে ন্যায় বিচারে ব্যাঘাত সৃষ্টি করছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উপরোক্ত অভিযোগ এনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কোতয়ালী থানাধীন বড়বন্দর এলাকার বাসিন্দা মৃত বিশ্বনাথ কুন্ডু‘র পুত্র শ্রী খোকন কুন্ডু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকান্ডের শিকার মৃত: হরিপদ কুন্ডু দিনাজপুর শহরের মালদ্হপট্টিতে শ্রদ্ধা বস্ত্রালয় নামীয় কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ছিলেন। এই দোকানটির মালিক রাকিব খাঁন অপু‘র নিকট ৫০ লাখ টাকা সিকিউরিটি প্রদানের মাধ্যমে ১০ বছর মেয়াদী চুক্তিতে বরাদ্ধ নিয়ে প্রায় ২ কোটি টাকা বিনিয়োগ করে কাপড়ের ব্যবসা শুরু করেন। এছাড়াও তিনি ১ কোটি টাকা ব্যয়ে নিজে বসবাসের জন্যে বাড়ি নির্মান করেন ও ভবিষতের জন্য ব্যাংকে কিছু অর্থ গচ্ছিত রাখেন। ব্যবসায়িক সাফল্যের কারনে হরিপদ কুন্ডু অল্প দিনেই অঢেল সম্পদের মালিক বনে যান। স্ত্রী সোমা কুন্ডু‘র বেপরোয়া উশৃংখল জীবনযাপনের কারণে এক পর্যায়ে হরিপদ কুন্ডু চরম অর্থ সংকটে পড়ে যান এবং বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের নিকট ঋন নেন, সময়মত ঋনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ঋনের পরিমান বাড়তে থাকে। এদিকে নিষ্ঠুর স্ত্রী সোমা কুন্ডু তার সহযোগীরা তারা নানান ভাবে হরিপদকে অত্যাচার নির্যাতন করে তাকে মানসিক ও সামাজিকভাবে ভাবে বির্পযস্ত করে ফেলেন এবং আত্বহত্যা করতে প্ররোচনা যোগাতে থাকেন। একপর্যায়ে গত ৫/৩/২০১৯ তারিখে সোমা কুন্ডু ও তার সহযোগীরা হরিপদ কুন্ডুকে বিষ পানে আত্বহত্যা করতে বাধ্য করে ফেলেন এবং লোক দেখানো চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে যান। পরের দিন ৬/৩/২০১৯ তারিখ ভোরে হরিপদ মৃত্যুবরণ করেন।
ভাইয়ের মৃত্যুর পর ব্যবসা প্রতিষ্ঠানটি চালানোর জন্যে আমি চুক্তির মাধ্যমে কোটি টাকা ইনভেস্ট করে শ্রদ্ধা বস্ত্রালয়ের দায়িত্ব নেই। কিন্তু অর্থের লোভে ২৫/৩০ লাখ টাকার মালামালসহ সোমা কুন্ডু,অপু খাঁন ও লুটু জোরপূর্বক আমাকে বের করে দিয়ে দোকানটি তালা লাগিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রাপ্তি ও অপরাধিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নিহতের মা অঞ্জলী কুন্ডু,শফিকুল ইসলাম সপু ও সোহাগ কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় মাদরাসা ছাত্রকে অপহরণ মুক্তিপণ দাবি

ঠাকুরগাঁওয়ে রাজাগাঁও ইউনিয়নে মেম্বারপ্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর।

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী, প্রবীণ এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি প্রদান

বাংলাবান্ধায় নিষ্ক্রিয় করা হলো কুড়িয়ে পাওয়া মর্টারশেল

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় বৃদ্ধ নি’হত

বীরগঞ্জে বিদেশে রপ্তানী অপেক্ষায় গৌরমতি আম

বোচাগঞ্জ শিক্ষক কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আনোয়ার চেয়ারম্যান ও শরিফুল সম্পাদক

পল্লীশ্রী’র “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা

বিরলে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুরি আটক