বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেছেন, শীতের প্রকোপ বাড়ছে। চলতি শীত অনেকের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জন্য চলমান শৈত্যপ্রবাহ দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি বিপদে পড়েছে এ অঞ্চলের অভাবী ও গরিব মানুষ। শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। কিন্তু এসব মানুষের অনেকের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য। চলতি শীতে শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত স¤প্রসারিত করা প্রয়োজন।
৫ জানুয়ারী সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অসহায় দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহাবুবা খাতুন, মিনতি ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, সদস্য রোকশানা বিলকিস, শুক্লা কুন্ডু, রেহেনা বেগম, গোলেনুর বেগম প্রমুখ।
ইনার হুইল ক্লাব অব দিনাজপুর
হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ইনার হুইল ক্লাব অব দিনাজপুর।
বৃহস্পতিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ কার্যালয়ে হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুর জেলা কমিটির প্রেসিডেন্ট মিসেস নঈমা সুলতানা ও সেক্রেটারী সফিয়া ফারুক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব দিনাজপুর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলী, সাবেক প্রেসিডেন্ট মিসেস রাজিয়া সুলতানা খাতুন, ট্রেজারার রেজভীন শারমিনাজ ইসলাম রোমানা, আইএসও সাবিয়া রহমান প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় এবারও শীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ইনার হুইল ক্লাব অব দিনাজপুর জেলা কমিটির সদস্যরা।

















