Saturday , 7 January 2023 | [bangla_date]

মোবাইল ব্যবসায়ীর টাকা ছিনতাই গ্রেফতার-৩ পুলিশের সংবাদ সম্মেলন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ-প্রতিষ্ঠানের এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাই করেছিল এক ছিনতাইকারী চক্র। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মামলাটি তদন্ত করছিলেন এসআই আব্দুল লতিফ।

ছিনতাই ঘটনার পাঁচদিন পর রাতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বিষয়টি নিয়ে গত শুক্রবার মডেল থানায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারীতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ সেন্টারের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন (৩৯) রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। তিনি সদর ইউনিয়নের কোম্পানীজোত গ্রামের আব্দুল সামাদের ছেলে।

বাড়ি যাওয়ার সময় আজিজনগর এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় বাইপাস মহাসড়ক ক্রসিং করে ফেরদৌসের বাড়ির অদূরে গেলে ছিনতাইকারীরা তাকে কাটাতারে বেড়া দিয়ে ব্যারিকেট দিয়ে পথরোধ করে। পরে তাকে গাছে বেঁধে রেখে ছিনতাইকারী চক্র মারধর করে ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ সময় নগদ তিন লাখ বায়ান্ন হাজার টাকাসহ দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ও ভুক্তভোগী অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামি। ঘটনার পাঁচদিন পর গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে মো. ইউসুফ (২৯), জুয়েল রানা (২৮) ও নুর হোসেন (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কিছু টাকা, মোবাইল উদ্ধার করা হয়।

তাদের মধ্যে ইউসুফ উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে, একই গ্রামের জুয়েল রানা আব্দুল করিমের ছেলে ও নুর হোসেন আজিজনগর গ্রামের আজিজনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এরা অত্র এলাকার বিভিন্ন মামলার আসামী ও বিভিন্ন অপরাধকর্মে জড়িত।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল হতে কাটাতারের বেড়া উদ্ধার করা হয়। এই কাটাতার বেড়ার অংশ নিয়ে তদন্তে নেমে মাত্র তিনদিনের মাথায় ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হই।
পুলিশের হেফাজতে এনে তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসব কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন জেলা পুলিশ ও মান্যবর পুলিশ সুপার মহোদয়।

তাদের সাথে আরও কেউ জড়িত ছিল কীনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা তদন্তের স্বার্থে সংখ্যাটা বলতে চাচ্ছি না। তবে আমরা জানার চেষ্টা করছি, তাদের সাথে আর কে কে জড়িত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামীতেও যেকোন অপরাধে জড়িত অপরাধীদের এভাবে খুঁজে বের করবে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। রাতে জেলা আদালতে জুয়েল ও ইউসুফ দুই আসামী ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

তবে টাকার পরিমান বিষয়ে মেসার্স আনোয়ার টেলিকম ও বিকাশ ব্যবসায়ী জানিয়েছিলেন নগদ টাকাসহ সাড়ে সাত লাখ টাকা তার ছিনতাই হয়েছে। ঘটনার দিন ঘটনাস্থল হতে উদ্ধার করে তাকে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাইকারীদের মারধরের কারণে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তেঁতুলিয়া থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে র‌্যালি ও আলোচনা সভা

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পীরগঞ্জে পাহারাদারের হাত পা বেঁধে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ ৪৫ মন মাছ নিধন

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে সংবর্ধনা জানালো উপজেলা প্রশাসন

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

বিরামপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার ও খনন সংস্কারের উদ্বোধন