Saturday , 25 February 2023 | [bangla_date]

এ সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না -ঠাকুরগাঁওয়ে আমান উল্লাহ আমান

মোঃ মজিবর রহমান শেখ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, এ সরকার অনির্বাচিত সরকার। এ সরকারের জনগনের প্রতি কোন সহমর্মিতা নেই। তাই আমরা দরকার হলে বুকের তাজা রক্ত ঢেলে দেব; তারপরও হাসিনা সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না। প্রস্তুত থাকতে হবে। তিনি ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির পদযাত্রা পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, ভয় পাবেন না। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে দেখুন প্রায় সকলে জেল খেটেছেন। সারাদেশে আজ প্রায় ৬০ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে আজ মামলা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে অবস্থান করছেন; তারপরও তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি তার সহকর্মী একজন ডাক্তার তাকেও মামলায় জড়ানো হয়েছে। এই সরকারের আক্রোস জিয়া পরিবারের বিরুদ্ধে। কেন জিয়া পরিবারকে এভাবে নিমুৃল করার চেষ্টা; বাংলাদেশে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন জিয়াউর রহমান। তার ঘোষনার মধ্য দিযে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপার্সন অতুলনীয়। তিনি আজ অসুস্থ হলেও নুন্যতম চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ অনেক নেতা কর্মীদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের মনে রাখা উচিত তাদের কিছুদিন পরে এই মাটিতেই শুতে হবে। বাংলাদেশের জনগনকে নিয়ে আমরা রাজনীতি করি। বর্তমানে বাজারে উর্দ্ধগতির বিরুদ্ধে চাল, ডাল, তেলের দাম কমাতে হবে। পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে, লোড শেডিং বন্ধ করতে হবে এবং জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে বাজারের পন্যের দাম নির্ধারণ করতে হবে। এটা করতে সরকার ব্যর্থ হয়েছে। জনগনের প্রতি এই সরকারের কোন দায়-দায়িত্ব নাই। আজ বিচার বিভাগ তাদের দখলে। সংসদ অবৈধ ও অকার্যকর হয়ে গিয়েছে। প্রশাসনের ভাইদের অনুরোধ করবো; আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। ঠাকুরগাঁও
জেলা বিএনপির আয়োজনে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রায় বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর তৈমুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম প্রমুখ। পরে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করলেন এক চা চাষি

ফুলবাড়ীতে ৩টি ইটভাটায় পাঁচ লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

তেঁতুলিয়া দেখা মিলছে শ্বেতশুভ্রের কাঞ্চনজঙ্ঘা

বোদায় জাতীয় প্রার্থমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে নেশা জাতীয় মাদকদ্রব্য ১৮ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২ জন আসামী গ্রেফতার ১৬ টি ওয়ারেন্ট নিষ্পত্তি !

বালিয়াডাঙ্গীতে আবারও দুই ব্যক্তির করোনা পজিটিভ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা