ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ঋষিঘাট শফিউল আলম দাখিল মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টায় মাদ্রাসা মাঠে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব স্কুল ব্যাগ শির্ক্ষাথীদের মাঝে বিতরণ করেন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান সাজ্জাত হোসেন।
এ সময় ঋষিঘাট শফিউল আলম দাখিল মাদ্রাসার সুপার মোঃ আঃ মজিদ মন্ডল, প্রতিষ্ঠাতা মোঃ ইউনুছ আলী মন্ডল, দাতা সদস্য আব্বাস আলী, ইউপি সদস্য গোলাম রব্বানী সহ অভিভাবক সদস্য বৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মামুন অর রশিদ মন্ডল।


















