Monday , 27 February 2023 | [bangla_date]

দিনাজপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে দিনাজপুরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুরে দেশত্ববোধক সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করে জেলা মহিলা আওয়ামী লীগ।
এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলীসহ মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেত্রীবৃন্দ।
নেত্রীবৃন্দ বলেন,মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করা হয়েছিল নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাকবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বদরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।’
বক্তব্য প্রদান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেত্রীবৃন্দ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ এবং সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর মহিলা আওয়ামীলীগ
সোমবার দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু ও বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী।
প্রধান অতিথি এ্যাড. শামীম আলম সরকার বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মহিলাদের মুল্যায়ন করা হয়েছে উল্লেখ করে বলেন, অতিতের কোন সরকার গর্ভবর্তী ভাতা, বয়স্ক, বিধবা, পঙ্গুসহ নানা ধরনের ভাতা প্রদান করে আসছে। এ ছাড়াও সরকারি চাকুরিতে নারীদের প্রাধান্য দেয়া হচ্ছে।
বিশেষ অতিথি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা নারী বান্ধব উল্লেখ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীদের নিরাপত্তা আছে।
দিনাজপুর পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবির সঞ্চালনে বক্তব্য রাখেন পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী আনছারা বেগম বিউটি, শাহনাজ শিউলি, সম্পা দাস মৌ, মরিয়ম বেগম, নারগিস পারভিন নিশি, শাহনাজ পারভিন, রাশিদা বেগমসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভূল্লীতে সার ব্যাবসায়ীর জেল

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে দিনাজপুরে সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও হুইপ ইকবালুর রহিম প্রদত্ত দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন

আটোয়ারী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরন

কাহারোলে যুবদলের উদ্যোগে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া হত্যার রাজনীতি শুরু করেন ——দিনাজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাণীশংকৈলে টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই