Tuesday , 7 February 2023 | [bangla_date]

পঞ্চগড়ে রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করায় রেলওয়ে শ্রমিক লীগ নেতাকে লালমনিরহাটের তিস্তা স্টেশনে বদলী

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমানকে শারিরীকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করার পরই ওই নেতাকে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে বদলীর আদেশ দেয়া হয়েছে। স্টেশন ম্যানেজারে বিরুদ্ধে মানববন্ধনের খবর পাওয়ার পরই গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব স্বাক্ষরিত এক আদেশে তাকে তিস্তা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে বদলীর আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়েছে এই আদেশ আগামী ৮ ফেব্রæয়ারি মধ্যে কার্যকর হবে, অন্যথায় ৯ ফেব্রæয়ারি তারিখ হতে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে। মশিউর রহমান ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের ওয়েম্যান এবং পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের অতিরিক্ত দায়িত্ব পালন করতে এসেছিলেন।
গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩ ফেব্রæয়ারী সকালে রেলওয়ে স্টেশনের ২য় তলায় রেষ্টহাউজ পরিচ্ছন্নতা কাজে জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমানকে বাধা প্রদান করেন পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ। পরে এ নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তিনি। এক পর্যায়ে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করেন স্টেশন মাস্টার। মশিউর রহমানকে স্টেশন এলাকায় দেখলে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকী-ধামকী প্রদান করেন স্টেশন মাস্টার মাসুদ পারভেজ। মানববন্ধনে বক্তারা হুশিঁয়ারী উচ্চারণ করে বলেন, স্টেশন মাস্টার মাসুদ পারভেজকে আগামী ৩ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। দাবী না মানা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীর দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান প্রমুখ। মানববন্ধনে রেলওয়ে শ্রমিকলীগের পাঁচ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, আমার উর্ধ্বতন কর্মকর্তারা স্টেশন পরিদর্শনে আসবেন জেনে ৩ তারিখ রাতে প্লাটফর্ম ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। পরদিন সকালে একজন সুইপার রেষ্ট হাউজ পরিস্কার করছিলেন। এক সময় আমি তাকে পরিচ্ছন্নতা কাজ বন্ধ করতে বলি। সেখানে মশিউর রহমান উপস্থিত ছিলেন। আমি মশিউর রহমানকে আমি কিছুই বলিনি। গালিগালাজ বা লাঞ্চিত করার প্রশ্নই উঠেনা। আর মশিউর রহমানকে বদলীর আদেশের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইউপি সদস্যদের প্রাপ্য টাকা সম্মানী ভাতা আত্মসাৎ‘র অভিযোগে দিনাজপুরের মরিচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনাজপুরে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে উপচে পড়া ভীড়

খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

রাণীশংকৈল পৌরসভায় নাগরিক সেবায় পরিস্কার পরিচ্ছন্নতা একান্ত অত্যাবশক ———- মেয়র মোস্তাফিজুর রহমান

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত

বীরগঞ্জে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে গ্রামের মানুষ

দেশ ও জনগণকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ