Thursday , 2 February 2023 | [bangla_date]

পর্যটকদের জন্য চালু হলো টিউলিপ হোটেল

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
টিউলিপের দীপ হয়ে উঠেছে তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রাম। টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য চালু হয়েছে হোটেল। এখন থেকে পর্যটকরা টিউলিপ দেখতে এসে এখানে অবস্থান করেই হোটেলে খেতে পারবেন ঘরোয়া রান্নার নানান প্রদের খাবার। মঙ্গলবার বিকেলে দর্জিপাড়ায় হোটেলটি উদ্বোধন করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড.সেলিমা আখতার। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও’র সিনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর আইনুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ বছর ১০ প্রজাতির টিউলিপ লাগানো হয়েছে। প্রজাতি ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), ষ্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ)। দশ প্রজাতির এসব টিউলিপ রাজকীয় সৌন্দর্য ছড়াবে।

আয়োজকরা জানান, গত বছর এ সীমান্ত গ্রামে প্রথম ৪০ শতক জমিতে টিউলিপ চাষ হলে তা দেখতে প্রচুর পরিমানে পর্যটকদের আগমন ঘটে এ এলাকায়। গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার দুই একর জমিতে এক লাখ টিউলিপ রোপন করা হয়েছে। টিউলিপ দেখতে আসা পর্যটকদের সেবার জন্য নেয়া হয়েছে কিছু নতুন উদ্যোগ। এসব উদ্যোগের মধ্যে হোটেলে থাকা-খাবার ব্যবস্থা ও যানবাহনের ব্যবস্থা।

জানা যায়, বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলেভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের অর্থায়নে দুই একর জমিতে লাগানো হয়েছে টিউলিপ ফুল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে এসে পর্যটকদের সেবা দিতে বাগান সংশ্লিষ্ট এলাকায় ইকো ট্যুরিজমের মাধ্যমে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের জন্য বাগানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। তারা সেখানে বসে টিউলিপের মোহনীয় রূপ উপভোগ করতে পারবেন। ছবি তুলতে ও ফুল কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবেন।

বাগান ঘুরে দেখা যায়, ফুল ফুটতে শুরু করেছে। বাগানের বেশ কিছু সারিতে কলি ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে। বাগানের মাঝখানে চতুর্ভুজ তৈরি করে সবুজ গমের চারার ভেতর মাঝখানে গোলবৃত্ত তৈরি করে টিউলিপ রোপন করে পতাকা তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য এটি একটি অন্যরকম দৃশ্য মনে হবে। বিশেষ করে ফেব্রæয়ারি ও মার্চ মাস জুড়ে এখানকার আচার-অনুষ্ঠান, জাতীয় দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে রাঙাবে এ টিউলিপ। মুগ্ধ করবে যেকোন পর্যটকদের। পর্যটকরা নির্ধারিত ফি প্রদান করে বাগানে প্রবেশ করে ভিনদেশি টিউলিপীয় সৌন্দর্যে মোহিত হতে পারবেন।

ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, পর্যটন শিল্প উন্নয়নে আমরা ইকো ট্যুরিজম হিসেবে দর্জিপাড়া গ্রামে দুই একর জমিতে টিউলিপ রোপন করেছি। এ বছর বড় পরিসরে টিউলিপের চাষ শুরু করেছি। ফুল চাষে যারা দরিদ্র চাষিরা কাজ করছে তারাও স্বাবলম্বী হবে। বিশেষ করে পর্যটকদের সেবা প্রদানে এখানে টিউলিপ হোটেল দেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে যেসব পর্যটক এখানে আসবেন, তারা হোটেলে স্থানীয় ঘরোয়া রান্না হিসেবে হাঁস-মুরগী, কবুতর মাংস, লাফা শাকের ঝোল, আলুর ভর্তা, শীদলের ভর্তাসহ তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী খাবারগুলো এখানে খেতে পারবেন। তারা চাইলে রাত যাপন করতে ইএসডিও মহানন্দা কটেজসহ এখানেও থাকতে পারবেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঠাকুরগাঁওয়ে ধ-র্ষণের সাথে জড়িতদের শা-স্তির দাবীতে মান-ববন্ধন

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনের শুভক্ষণে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিমুল্লাহ-তানভীর

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট ও পাটজাত দ্রব্যের উদ্বুদ্ধকরণ

তারেক রহমানের নেতৃত্বেই দল সুসংগঠিত হবে জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই জিয়ার কবরকে ইস্যু করছে সরকার – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব)র বার্ষিক সাধারণ সভা