Friday , 24 February 2023 | [bangla_date]

বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা এবং প্রতিবেদনের মোড়ক উন্মোচন হাবিপ্রবি গবেষণা কর্মে আরও অনেক এগিয়ে যাক—-শিক্ষামন্ত্রী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অভ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে তিন দিনব্যাপী “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩ এবং আইআরটি বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২১-২২ এর মোড়ক উন্মোচন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, সভাপতিত্ব করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের সম্মানিত ডিন, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। স্বাগত বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও বিস্তারিত কর্মকাÐ ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। পরবর্তীতে আইআরটি’র বিভিন্ন গবেষণা কার্যক্রম ¯øাইডের মাধ্যমে তুলে ধরেন পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন উর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন বাংলাদেশকে নিয়ে একসময় উপহাস করে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল। আজ তারাই বাংলাদেশের উন্নয়নের ভ‚য়সী প্রশংসা করছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয় গুলোকে আন্তজার্তিক পর্যায়ে উন্নিত করতে হবে, এক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই। তিনি তার দীর্ঘ বক্তব্যে বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও ভাষা শহিদদের। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দ‚রদর্শী চিন্তা থেকে বিজ্ঞানের উপর জোর দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয় মানেই হল সেখানে জ্ঞান চর্চার পাশাপাশি জ্ঞানের সৃষ্টি হবে অর্থাৎ গবেষণা হবে। সেই গবেষণার জন্য বঙ্গবন্ধু কন্যার সরকার বরাদ্দ দিচ্ছেন, আমি আশা করি সে গুলোকে আপনারা ভালোভাবে কাজে লাগাচ্ছেন। তিনি বলেন, হাবিপ্রবি গবেষণা কর্মে আরও অনেক এগিয়ে যাক সেই শুভকামনা রইল। তিনি আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আপনাদের গবেষণা কর্ম সহায়ক হবে বলে মনে করি।
এ সময় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এ মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও ভাষা শহিদদের। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি। এক্ষেত্রে একটি দেশের উন্নতি করার ক্ষেত্রে গবেষণা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে এবং এই গবেষণা হতে হবে মানসম্পন্ন। সামনের দিন গুলোতে গবেষণা ক্ষেত্রে জবাবদিহিতা আরও অনেক বেড়ে যাবে। উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন আপনাদের গবেষণা ফলাফল অবশ্যই কমপক্ষে ইনডেক্স জার্ণালে প্রকাশ করতে হবে।
সমাপনি বক্তব্য প্রদান ও সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন উর রশিদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

আটোয়ারীতে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

স্বামীর অবর্তমানে বাসার সবকিছু লুট করে চলে গেছে স্কুল শিক্ষিকা স্ত্রী!

শিশু শ্রম নিরসন প্রকল্পে অটো মোবাইল প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও আয় বৃদ্ধিমুলক কার্যক্রমের জন্য টুলসবক্স বিতরণ

বীরগঞ্জে ইউনিয়ন কতৃক (বিএনপি) ইউনিয়ন কতৃক কর্মী সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উন্নয়নে পিছিয়ে আছে – উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বাড়ীর উঠানের মাটি খুঁড়ে মিললো শিশুর বস্তাবন্দী লাশ

ঠাকুরগাঁওয়ে ক্ষণস্থায়ী লোকশিল্পে মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষার্থীদের মানবিক সাহায্য প্রদান