Thursday , 9 February 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ভ্যান চালিয়ে পড়াশোনায় জিপিএ-৫ পেল রমজান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: স্বামীকে হারিয়ে চার সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েন রমজানের মা। ৩বছর বয়সে বাবাকে হারিয়ে সন্তানদের ভরণপোষণ জোগাতে হাড়ভাঙা খাটুনি করতেন তার মা। ছোট থেকেই মায়ের সঙ্গে মানুষের বাসায় কাজ করার পাশাপাশি চালিয়ে গেছেন নিজের পড়াশোনা। পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন বন্ধের দিনগুলোতে চালিয়েছেন ভ্যান। এখন কাজ করেন গার্মেন্টসে। কখনোই দমে যাননি রমজান। পেয়েছেন সফলতা। এ বছর এইচএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী(মহেশপুর) গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রমজান আলী। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। বাড়ির পাশে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.১১ ও রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে রমজান। অতি কষ্টের মাঝেও এমন ফলাফলে নতুন স্বপ্ন দেখছে সে।

তার ফলাফলে খুশি পরিবার ও স্থানীয়রা। স্থানীয় স্কুলশিক্ষক মোশারফ হোসেন বলেন, তার জীবনটা একটা সংগ্রাম- অনেক কষ্ট করে সে অন্যের বাড়িতে কাজ করে ভ্যান চালিয়ে ভালো ফলাফল করেছে। তার ভালো ফলাফলে এলাকার সবাই খুশি।
রমজান আলী বলেন, ‘স্বপ্ন ছিল ভালো ফলাফল করে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আজকে একটা মনের আশা প‚রণ হল। ফলাফলের দিনে গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাসায় আসছি। রেজাল্ট শুনে সব কষ্ট ভুলে গেছি। আমার মা অনেক খুশি হয়েছেন। এখন ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনাটা শেষ করে ভালো একটা চাকরি করে পরিবারের পাশে দাঁড়াতে চাই।’ একসময় অন্যের বাড়িতে কাজ করে যা আয় হতো তা থেকে কিছু টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাতাম।

এসএসসির আগের পড়াশোনার খরচ চালাতে খুব বেশি কষ্ট না হলেও পরে হিমশিম খেতে হয়েছে তাকে। লাজলজ্জা ভুলে ভ্যান চালানোর কাজ শুরু করি। এভাবেই চালিয়ে যায় তার পড়াশোনা।
ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনা নিয়ে জানতে চাইলে সে বলে, আর্থিক সমস্যার কারণে কোচিং করতে পারিনি।

সে কারণে ভাবছি এক বছর পর ভর্তি হবো। তারপরও চেষ্টা করব ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। ভবিষ্যতে ভালো একটি চাকরি করে পরিবারের কষ্ট লাঘব ও দেশের সেবা করব। রমজানের মা মনোয়ারা বেগম বলেন, ‘রমজানের তিন বছর বয়সে তার বাবা মারা যায়- চার ছেলেমেয়ে নিয়ে বহু কষ্টে জীবন চালিয়েছি। এক পর্যায়ে মানুষের বাসায় কাজ শুরু করি আমি ও আমার ছেলে রমজান। কাজ করেই রমজান পড়াশোনা করতো। প্রতিদিন স্কুলে যাওয়া সম্ভব হতো না।

বন্ধুদের বাসায় শুনে এসে রাতে পড়াশোনা করত। সকালে আবার কাজে যেত।’ একপর্যায়ে আর না পেরে ভ্যান চালানো শুরু করে। এত কষ্ট করে আমার ছেলে পড়াশোনা করে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আমি অনেক খুশি হয়েছি। তবে এখন পড়াশোনা কীভাবে চালাবে সে চিন্তায় আছি’ বলেন মনোয়ারা।

রাণীশংকৈল ডিগ্রী কলেজের শিক্ষক আহসান হাবিব বলেন, ‘সে মাসে একদিন বা দুদিন কলেজে আসত। তার সংগ্রামের কথা সবাই জানি। অনেক কষ্ট করে সে ভালো ফলাফল করেছে। তার ফলাফলে আমরা অনেক খুশি। আমরা তার পাশে আগেও ছিলাম আগামীতেও থাকব।’
এ বিষয়ে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন- যাদের চেতনা রয়েছে তারা শত কাজের মাঝেও ভালো কিছু করতে পারে। রমজান যেন তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও দশের সেবা করতে পারে। তার জন্য আমার দ্বার খোলা রয়েছে। তাছাড়া এধরনের কাজে সাহায্য সহযোগিতা করতে আমাকে আনন্দ লাগে।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, বিষয়টি যেমনিভাবে কষ্টের তেমনি অনুপ্রেরণার।পড়াশোনার ইচ্ছাশক্তি থাকলে যে কোনো উপায়ে তা চালিয়ে যাওয়া সম্ভাব। রমজান তাই প্রমাণ করেছে। রাণীশংকৈল উপজেলা প্রশাসন এধনের কাজ করে থাকেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

আবাদী জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণ : দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য’ শীর্ষক আজ দিনাজপুরে ২ দিনব্যাপী বিএসএসসিআর ৩য় আর্ন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে

বোদায় বিদ্যালয়ের মেরামত কাজের ঠিকাদারী না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে চপেটাঘাত

বোদায় বিদ্যালয়ের মেরামত কাজের ঠিকাদারী না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে চপেটাঘাত

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও

অটিজম মেধাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকার আন্তরিক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে সভা